নতুন অঙ্গ প্রতিস্থাপন অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন : অঙ্গদান করতে পারবেন পরিবারের বাইরের দাতারাও

বাসস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ২১:০৬ আপডেট: : ৩০ অক্টোবর ২০২৫, ২১:৩২
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি : পিআইডি

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশে অঙ্গদানের আইন কাঠামোয় বড় ধরনের সংস্কার এনে সরকার ‘অঙ্গ প্রতিস্থাপন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আগের আইনে কেবল নিকটাত্মীয়রাই আইনগতভাবে কিডনি বা অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ দান করতে পারতেন। এর ফলে অনেক রোগীকে বিদেশে গিয়ে প্রতিস্থাপন করাতে হতো, যেখানে অনেক সময় অচেনা দাতার সঙ্গে আর্থিক লেনদেন ঘটত, যা অনৈতিক ও বেআইনি।’

তিনি বলেন, ‘নতুন অধ্যাদেশে পরিবারের বাইরের ব্যক্তিরাও যদি প্রমাণিত মানসিক বা আবেগগত সম্পর্ক রাখেন, তবে তারা স্বেচ্ছায় ও নিঃস্বার্থভাবে অঙ্গ দান করতে পারবেন।’

আসিফ নজরুল আরও জানান, নতুন আইনি কাঠামো কার্যকর হলে রোগীরা দেশেই অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ পাবেন, এতে চিকিৎসা ব্যয় কমবে এবং বিদেশে চিকিৎসার প্রয়োজনও হ্রাস পাবে।

তিনি আশা প্রকাশ করেন, এ সংস্কার দেশের উন্নত স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়াবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে জানান, উপদেষ্টা পরিষদ আজ ‘স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াকেও চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

এ ছাড়া পরিষদ সরকার, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, আইনগত, সরকারি কর্তৃপক্ষ এবং সরকারি অ-আর্থিক করপোরেশন ও স্বশাসিত সংস্থাগুলোর প্রত্যক্ষ নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং বননীতি, ২০২৫-এর খসড়াকেও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলে জানান তিনি।

সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
যৌথ বাহিনীর অভিযানে ২৩-৩০ অক্টোবর সারাদেশে আটক ১৪৯
১০