সিলেটে বিজিবির অভিযানে ৪ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ২২:৩৫

সিলেট, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস): সিলেটে অভিযান চালিয়ে ৪ কোটি টাকার চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল ও আজ রোববার সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় সংগ্রাম, বিছনাকান্দি, কালাইরাগ, সোনালীচেলা, বাংলাবাজার বিওপি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। 

অভিযানে ভারতীয় মহিষ, পেঁয়াজ, গরু, বিড়ি, শীতের কম্বল, বিভিন্ন ধরনের ফল, পাথর উত্তোলনকারী নৌকা, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও মোটর সাইকেল এবং ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করা হয়। 

এছাড়া শ্রীপুর বিওপির একটি বিশেষ টহলদল জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, কিটক্যাট চকলেট এবং চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করে।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ কোটি ৪ লাখ টাকা। জব্দকৃত চোরাচালানি মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইয়াবাসহ আটককৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানিকগঞ্জে বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি গণসংহতি আন্দোলনের
নারীর ক্ষমতায়নে অবদান রেখেছেন তারেক রহমান: নিপুণ রায়
রাজধানীতে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে ৭ দফা দাবি পেশ
সিলেটে বিজিবির অভিযানে ৪ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ
হবিগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ 
বার কাউন্সিলের রিভিউ ফলাফল বাতিল করে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত: ২৯ নভেম্বরের এমসিকিউ পরীক্ষা স্থগিত
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভুটান : মির্জা ফখরুল
কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের ১৩১ সদস্যের কমিটি : বাকেরগঞ্জের সভাপতি জাহাঙ্গীরকে অব্যাহতি
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
মার্কিন পরিকল্পনায় ‘ইউক্রেনীয় দৃষ্টিভঙ্গি’ থাকতে পারে: জেলেনস্কি
১০