সম্প্রতি সংঘটিত ভূমিকম্পে হতাহতদের পরিবারবর্গের মাঝে আর্থিক সহায়তা

বাসস
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৫:০৬

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভূমিকম্প পরবর্তী সময়ে তাৎক্ষনিকভাবে গতকাল  দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জরুরি সাড়াদান কেন্দ্র খোলা  হয়েছে।

কেন্দ্রের টেলিফোন নাম্বার ০২৫৮৮১১৬৫১। কেন্দ্র থেকে সকল জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়। 

ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর, নরসিংদি ও মাগুরা জেলা থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া যায়।

ঢাকা জেলায়, বিশেষ করে ঢাকা শহরে ০৪ জন নিহত ও ৫৯ জন আহত , নারায়ণগঞ্জে ০১ জন নিহত ও ১৮ জন আহত, নরসিংদিতে ৫ জন নিহত ও ১১০ জন আহত , গাজীপুরে ২৫২ জন আহত এবং  মাগুরাতে ২২ জন আহত হয়েছে। 

সংঘটিত ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত ১০ জন নিহত ও ৪৬১ জন আহতের তথ্য পাওয়া গেছে।

পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনসমূহের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। 

ইতোমধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা  সহযোগিতা প্রদান করা হচ্ছে ও তা অব্যাহত আছে।

উল্লেখ্য, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে আহত ব্যক্তিদের অনেকে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। 

ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি নিরুপণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। 

ক্ষয়ক্ষতি নিরুপণ শেষে প্রাপ্ত তথ্য পরবর্তীতে অবহিত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় ক্যান্সার আক্রান্ত নেতাকর্মীদের পাশে তারেক রহমান
ধর্ম ব্যতীত শিক্ষায় মানুষ বিপদগামী হওয়ার আশঙ্কা থাকে : ধর্ম উপদেষ্টা
স্বপ্ন, পরিশ্রম ও মানবিকতার মাধ্যমে দেশ গড়তে তরুণদের প্রতি অর্থ উপদেষ্টার আহ্বান
কপ-৩১ শীর্ষ সম্মেলন আয়োজনের ব্যাপারে অস্ট্রেলিয়া ও তুরস্কের মধ্যে চুক্তি
৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল বাইপাইল
যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সম্প্রতি সংঘটিত ভূমিকম্পে হতাহতদের পরিবারবর্গের মাঝে আর্থিক সহায়তা
বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
সোমালিদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের ঘোষণা ট্রাম্পের
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
১০