
যশোর, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : যশোরে ট্রেনে কাটা পড়ে জাহিদ আব্দুল্লাহ সিফাত (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের উত্তরপাড়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত যশোর সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবরটি তারা রাত একটার দিকে জানতে পারেন। এরপর শনিবার ভোরে পুলিশের একটি টিম গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
এসআই মিজানুর রহমান আরও বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় নিহতের পরিচয় উদ্ধার করে তার স্বজনদের খবর দেওয়া হয়। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত না করেই পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।