জয় থেকে ৭ উইকেট দূরে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৪:৪৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ নভেম্বর ২০২৫ (বাসস) : আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের জন্য ৭ উইকেট প্রয়োজন স্বাগতিক বাংলাদেশের। 

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৫০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের চা-বিরতি পর্যন্ত ৩ উইকেটে ৮৮ রান করেছে আয়ারল্যান্ড। ৭ উইকেট হাতে নিয়ে আরও ৪২১ রান প্রয়োজন আইরিশদের।

প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৭৬ ও আয়ারল্যান্ড ২৬৫ রান করে। প্রথম ইনিংস থেকে পাওয়া ২১১ রানের লিডকে সাথে নিয়ে ৪ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে টাইগাররা। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের তৃতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ৩৬৭ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। ২১১ রানে লিডের সাথে দ্বিতীয় ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৫৬ রান করেছিল টাইগাররা। সাদমান ইসলাম ৬৯ ও মোমিনুল হক ১৯ রানে অপরাজিত ছিলেন। 

সাদমান ৭টি চারে ৭৮ এবং মোমিনুল ১০টি বাউন্ডারিতে ৮৭ রান করে আউট হন। মোমিনুলের আউটের পরই ৪ উইকেটে ২৯৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ২টি চার ও ১টি ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন মুশফিক। 

আয়ারল্যান্ডের গ্যাভিন হোয়ে ২টি, জর্ডান নিল-এন্ডি ম্যাকব্রিন ১টি করে উইকেট নেন। 

৫০৯ রানের টার্গেটে খেলতে নেমে ২৬ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় আয়ারল্যান্ড। এন্ডি বলবির্নিকে ১৩ ও পল স্ট্রার্লিংকে ৯ রানে শিকার করেন স্পিনার তাইজুল ইসলাম। বলবির্নিকে আউট করে সাকিব আল হাসানকে টপকে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ শিকারের মালিক হন তাইজুল। ৫৭ টেস্টে তাইজুলের শিকার ২৪৮ উইকেট। ৭১ টেস্টে ২৪৬ উইকেট নিয়েছেন সাকিব।

তিন নম্বরে নামা চ্যাড কারমাইকেলকে ১৯ রানে আউট করেন আরেক স্পিনার হাসান মুরাদ। 

৭৭ রানে ৩ উইকেট পতনের পর জুটি বেঁধে দিনের দ্বিতীয় সেশন শেষ করেছেন হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফার। টেক্টর ২৫ ও ক্যাম্ফার ১০ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের তাইজুল ২টি ও মুরাদ ১টি উইকেট শিকার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বপ্ন, পরিশ্রম ও মানবিকতার মাধ্যমে দেশ গড়তে তরুণদের প্রতি অর্থ উপদেষ্টার আহ্বান
কপ-৩১ শীর্ষ সম্মেলন আয়োজনের ব্যাপারে অস্ট্রেলিয়া ও তুরস্কের মধ্যে চুক্তি
৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল বাইপাইল
যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সম্প্রতি সংঘটিত ভূমিকম্পে হতাহতদের পরিবারবর্গের মাঝে আর্থিক সহায়তা
বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
সোমালিদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের ঘোষণা ট্রাম্পের
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
ভেনিজুয়েলার বিরোধী জোটের বিক্ষোভ আগামী ৬ ডিসেম্বর
জয় থেকে ৭ উইকেট দূরে বাংলাদেশ
১০