আয়ারল্যান্ডকে জয়ের জন্য ৫০৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১২:৫২
ছবি : বাসস

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের জন্য আয়ারল্যান্ডকে ৫০৯ রানের টার্গেট দিল স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে পাওয়া ২১১ রানের লিডকে সাথে নিয়ে ৪ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৭৬ ও আয়ারল্যান্ড ২৬৫ রান করে। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের তৃতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ৩৬৭ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। ২১১ রানে লিডের সাথে দ্বিতীয় ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৫৬ রান করেছিল টাইগাররা। সাদমান ইসলাম ৬৯ ও মোমিনুল হক ১৯ রানে অপরাজিত ছিলেন। 

চতুর্থ দিনের চতুর্থ ওভারে আউট হন সাদমান। ৭টি চারে ৭৮ রান করেন তিনি। চার নম্বরে নেমে আবারও ব্যর্থ হন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১ রানে সাজঘরে ফিরেন টাইগার দলনেতা। 

১৭৪ রানে তৃতীয় উইকেট পতনের পর মোমিনুলের সাথে জুটি বাঁধেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ১০টি চারে ব্যক্তিগত ৮৭ রানে আউট হন মোমিনুল। তার আউটের পরই ৪ উইকেটে ২৯৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তৃতীয় উইকেটে মোমিনুল-মুশফিক ১২৩ রানের জুটি গড়েন। ২টি চার ও ১টি ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন মুশফিক। 

আয়ারল্যান্ডের গ্যাভিন হোয়ে ২টি, জর্ডান নিল-এন্ডি ম্যাকব্রিন ১টি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ীতে ছাত্রদলের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
ভূমিকম্পে পুরান ঢাকায় বাবা-ছেলের মৃত্যু, লক্ষ্মীপুরে শোকের মাতম
অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান
রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে গোলটেবিল বৈঠক
রাতের তাপমাত্রা কমতে পারে; আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা 
ভেনেজুয়েলার আশেপাশে সামরিক তৎপরতা সম্পর্কে বেসামরিক বিমান চলাচলকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র
নাইজেরিয়ায় অন্তত ২২০ ছাত্রী ও শিক্ষক অপহৃত
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
উত্তর অস্ট্রেলিয়ার দিকে ধেয়ে আসছে গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়
আয়ারল্যান্ডকে জয়ের জন্য ৫০৯ রানের টার্গেট দিল বাংলাদেশ
১০