রাতের তাপমাত্রা কমতে পারে; আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা 

বাসস
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৩:০৪

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস):  সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। 

আজ (শনিবার) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে আরও বলা হয়, ভোরের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে লঘুচাপটি ঘণীভূত হতে পারে।

গতকাল (শুক্রবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ৩২ ডিগ্রী সেলসেলিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪.৭ ডিগ্রী সেলসিয়াস।

ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। আর বাতাসের গতিবেগ ছিল উত্তর-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। 

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ১৯ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১ টাকায় চা, ১ টাকায় পেঁয়াজু বিক্রি করে সফল নীলফামারীর আপন
গুগলের বিজ্ঞাপন ব্যবসা ভাঙার আবেদন যুক্তরাষ্ট্রের
গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের জিততেই হবে : আমীর খসরু
রাজবাড়ীতে ছাত্রদলের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
ভূমিকম্পে পুরান ঢাকায় বাবা-ছেলের মৃত্যু, লক্ষ্মীপুরে শোকের মাতম
অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান
রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে গোলটেবিল বৈঠক
রাতের তাপমাত্রা কমতে পারে; আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা 
ভেনেজুয়েলার আশেপাশে সামরিক তৎপরতা সম্পর্কে বেসামরিক বিমান চলাচলকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র
নাইজেরিয়ায় অন্তত ২২০ ছাত্রী ও শিক্ষক অপহৃত
১০