
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৫ (বাসস): ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন এলাকার বেশ কয়েকটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়াও খিলগাঁও এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে ইট পড়ে পাশের দোতলা ভবনের একজন আহত হন।
ফায়ার সার্ভিস আরও জানায়, ভূমিকম্পে সূত্রাপুরের স্বামীবাগ এলাকায় আটতলা একটি ভবন হেলে পড়েছে। এছাড়াও কলাবাগানের আবেদখালী রোডে আরেকটি সাততলা ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
অন্যদিকে, ভূমিকম্পের সময় কসাইটুলি এলাকার একটি ভবনের রেলিং থেকে ইট ধসে পড়ে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) তথ্যমতে, আজ সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।