
নাটোর, ২১ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল (অব.) হ্লা হেন মং।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর (অব.) মো. মনজিনুল মুবীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, হল প্রভোস্ট এবং অন্যান্য কর্মকর্তারা।
এ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানের বিশেষ বাণী সকলের অবগতির জন্য প্রচার করা হয়। দেশের সুখ শান্তি ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতির জন্য বাউয়েট কেন্দ্রীয় মসজিদে বাদ জুম’আ বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। ক্যাম্পাসে আলোকসজ্জা, আবাসিক হল, ফ্যাকাল্টি এবং অফিসার্স মেসে উন্নত মানের খাবার পরিবেশন করা হচ্ছে।