
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৫ (বাসস) : ভূমিকম্পের সময় রাজধানীর পুরান ঢাকায় বংশালে একটি সাততলা ভবনের ছাদের রেলিং থেকে ইট খসে পড়ে তিন পথচারী প্রাণ হারিয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ (শুক্রবার) সকালে ভূমিকম্পের সময় বংশাল থানাধীন কসাইটুলির সাকিনস্থ কেপি ঘোষ স্ট্রিটের একটি সাততলা ভবনের ছাদের রেলিং থেকে ইট খসে পড়ে। এতে তিন পথচারী গুরুতর আহত হন।
পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।