লালমনিরহাটে ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে : আসিফ আকবর

বাসস
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ২২:৫৬
আজ শুক্রবার বিকেলে লালমনিরহাট স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন আসিফ আকবর। ছবি : বাসস

লালমনিরহাট, ২১ নভেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং এইজ গ্রুপ কমিটির চেয়ারম্যান সংগীতশিল্পী আসিফ আকবর বলেছেন, লালমনিরহাটে ক্রিকেট উন্নয়নে যা যা করা প্রয়োজন তা করার জন্য সরেজমিন দেখতে আমি সশরীরে এখানে এসেছি। যেহেতু এসব স্থানেই আমাদের বাচ্চারা খেলাধুলা করবে। আমরা রোগ নির্ণয় করছি, কোন কোন জায়গায় আমাদের সমস্যা আছে সেসব দেখছি। সে অনুযায়ী চিকিৎসা করা হবে।

আজ শুক্রবার বিকেলে লালমনিরহাট স্টেডিয়াম মাঠ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

এসময় ক্রিকেটারদের উন্নয়নে তিনি বলেন, আগামী দিনে জেলা পর্যায়ে ক্রিকেট কার্যক্রম আরও সুসংগঠিত, পরিকল্পিত ও গতিশীল হবে। নতুন ক্লাব ও নতুন সংগঠন গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে আরও দক্ষ ও মানসম্পন্ন খেলোয়াড় তৈরি হয় এবং তারা বিভিন্ন প্রতিযোগিতায় সফলভাবে অংশ নিতে পারে। 

এর আগে লালমনিরহাট স্টেডিয়ামে পৌঁছলে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ক্রিকেট খেলোয়াড়, সংগঠক এবং ক্ষুদে ক্রিকেটাররা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

এরপর লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে পাঁচ উপজেলার ক্ষুদে ক্রিকেটার ও মহিলা ক্রিকেটার, সাবেক খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সভা করেন মাঠ পরিদর্শন করেন এবং বিভিন্ন সমস্যা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক জি আর সারওয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রংপুর বিভাগের পরিচালক হাসানুজ্জামান, সদস্য আরমানুল ইসলাম নয়ন ও বিসিবির আম্পায়ার সাকির-সহ স্থানীয় ক্রীড়া সংগঠক,সাবেক ও বতমান ক্রিকেটার ও আম্পায়াররা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কোরআন বিতরণ
ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক প্রকাশ শিবিরের
লালমনিরহাটে ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে : আসিফ আকবর
নারায়ণগঞ্জে ভূমিকম্পে এক শিশুর মৃত্যু
বৈষম্য দূর করে জনগণের অধিকার বাস্তবায়নে কাজ করছে এনসিপি : আল আমিন
সশস্ত্রবাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত আমিরের অংশগ্রহণ
আধুনিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই : মনিরুল হক চৌধুরী
রাবিতে অনুষ্ঠিত হলো ১৬শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
রাজশাহী রেঞ্জে বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট-২’ : গ্রেফতার ৬৪
সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রফেসর ড. ইউনূস ও বেগম খালেদা জিয়ার আলাপ
১০