রাজশাহী রেঞ্জে বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট-২’ : গ্রেফতার ৬৪

বাসস
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ২১:৫২

রাজশাহী, ২১ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহী রেঞ্জ পুলিশের নির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ছয় থানায় যৌথভাবে ‘অপারেশন ফার্স্ট লাইট-২’ শীর্ষক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত চলা এ অভিযানে ডাকাত, মাদক ব্যবসায়ী, চিহ্নিত অপরাধী ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তিসহ মোট ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রাজশাহী রেঞ্জ ডিআইজির নির্দেশনায় এবং সার্বিক তদারকিতে পরিচালিত এ অভিযানে দুই জেলার বিভিন্ন থানায় আরআরএফসহ মোট ২৫০ জন অফিসার-ফোর্স মোতায়েন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ এলাকায় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ও রাজশাহী রেঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রায় ১২৫ জন সদস্য দায়িত্ব পালন করেন। একইভাবে নওগাঁ জেলায় আরআরএফ কমান্ডেন্ট (অতিরিক্ত ডিআইজি) এর নেতৃত্বে নওগাঁ পুলিশ সুপার এবং পুলিশ সুপার (ক্রাইম), রাজশাহী রেঞ্জসহ আরও ১২৫ জন সদস্য এ অভিযান পরিচালনা করে।

এতে আরও বলা হয়, অভিযানে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছে ১১ জন ডাকাত, সন্ত্রাসবিরোধী অপরাধে জড়িত তিনজন, বিস্ফোরক আইনের এক আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৮ জন, চিহ্নিত চোর সাতজন, নিয়মিত মামলার ১১ জন এবং মাদকসংক্রান্ত অপরাধে জড়িত ১৩ জন।

এ ছাড়া অভিযানে একটি ধারালো রামদা, একটি লোহার ছুরি, চারটি হাসুয়া, ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইলেকট্রিক করাত, আটটি লোহার রড, ১০০ পিস ট্যাপেন্ডাডল, ৪৬ লিটার চোলাই মদ, ২০ পিস ইয়াবা এবং ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনুকূল রাখতে ‘অপারেশন ফার্স্ট লাইট-২’ অব্যাহত থাকবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সশস্ত্রবাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত আমিরের অংশগ্রহণ
আধুনিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই : মনিরুল হক চৌধুরী
রাবিতে অনুষ্ঠিত হলো ১৬শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
রাজশাহী রেঞ্জে বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট-২’ : গ্রেফতার ৬৪
সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রফেসর ড. ইউনূস ও বেগম খালেদা জিয়ার আলাপ
ঢাকায় ভূমিকম্পের ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ
সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
ঝুঁকিপূর্ণ ভবন তালিকাভুক্ত করে দ্রুত সংস্কার ও হল নির্মাণের দাবি ঢাবি ছাত্রদলের
ধর্মের দোহাই দিয়ে মানুষকে ধোকা দেয়া যাবে না : কানসাটে শাহজাহান মিঞা
১০