গাজীপুরে ভূমিকম্পে আতঙ্ক সৃষ্টি, হতাহতের খবর পাওয়া যায়নি 

বাসস
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ২০:২৭
ছবি : সংগৃহীত

গাজীপুর, ২১ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ শুক্রবার সকাল ১০ টা ৩৮ মিনিটে অনুভূত ভূমিকম্পে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় মানুষ ঘরবাড়ি, অফিস, শিল্পকারখানা, দোকানপাট থেকে রাস্তাঘাট, মাঠ, স্কুলের সামনে কিংবা মহাসড়কের পাশে নিরাপদ স্থানে নেমে আসেন। 

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির নিরূপণের চেষ্টা চলছে, বিভিন্ন তথ্য যাচাই করে দেখা হচ্ছে। 

ভূমিকম্পের কেন্দ্রস্থল গাজীপুরের পার্শ্ববর্তী নরসিংদীর মাধবদী এলাকা হওয়ায় গাজীপুরে ভূমিকম্পের ঝাঁকুনি ছিল বেশ জোরালো। ভূমিকম্পের পরপরই জেলাশহর, টঙ্গী, কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ ও কাপাসিয়াজুড়ে হঠাৎ মোবাইল নেটওয়ার্কে চাপ বৃদ্ধি পায়। একই সময়ে জেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ফলে হাসপাতাল, কল কারখানায়ও আতঙ্ক দেখা দেয়। বিভিন্ন কারখানায় শ্রমিকরা কর্মরত শ্রমিকরা আতঙ্কে নিচে নেমে আসেন।

টঙ্গী স্টেশন রোড এলাকার স্থানীয়রা জানান, স্টেশন রোডে একটি ছয়তলা ভবন কাত হয়ে আরেকটি ভবনের সাথে মিশে গেছে। এতে ভবনটির বাসিন্দা ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় কোষ্ট টু কোস্ট কারখানাসহ কয়েকটি কারখানার শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।

গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকার জালাল উদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ভূমিকম্পের ফলে অনেকে আতঙ্ক হয়ে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গাজীপুর পল্লী বিদ্যুৎ ছায়াবিথি জোনের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জিয়াউল হক জানান, ভূমিকম্পে বেশ কিছু বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। চৌরাস্তা গ্রিডের ১৩২ কেভি বন্ধ হয়ে যাওয়ায় সব ৩৩ কেভি লাইন বন্ধ রয়েছে। ঘোড়াশাল গ্রিডেও সরবরাহ বন্ধ হওয়ায় পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের টিম মাঠে কাজ করছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। 

গাজীপুরে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন হোসেন জানান, এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দুু’একটি ভবন কাত হয়ে গেছে এমন খবর পাওয়া গেলেও সত্যতা যাচাই চলছে। 

তিনি বলেন, আমাদের টিম মাঠে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা পুরোপুরি প্রস্তুত।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো ইসরাইল হাওলাদার বলেন, গাজীপুরে এখন পর্যন্ত উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন এলাকায় টহল জোরদার এবং ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হোয়াইট হাউসে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-মামদানি 
ভূমিকম্পে হতাহতদের ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের শোক ও সমবেদনা
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের কুশল বিনিময় 
যথাযোগ্য মর্যাদায় নৌঅঞ্চলসমূহে সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উদযাপিত
আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে : ধর্ম উপদেষ্টা
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
নাটোরে পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
গাজীপুরে ভূমিকম্পে আতঙ্ক সৃষ্টি, হতাহতের খবর পাওয়া যায়নি 
আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার বৈঠক
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রাথমিক প্রতিবেদন
১০