বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৫

ভোলায় শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

ভোলা, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : জেলার ৭ উপজেলায় আজ সকাল ৮ টা থেকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। জেলার ২ লাখ ৭৭ হাজার ৯৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খায়ানোর লক্ষ্যে মোট এক হাজার ৬’শ ৮৯ টি কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ৮’শ ১৫ শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৪৪ হাজার ২’শ ৮০ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন ক্যাপসুল খায়ানো হচ্ছে।
জেলা সিভিল সার্জন ডা: কে এম শফিকুজ্জামান জানান, এ কর্মসূচি বাস্তবায়নে ২’শ ৬৮ জন স্বাস্থ্য সহকারী, ১’শ ৯০ জন পরিবার পরিকল্পনা কর্মী, সি এইচ সিপি ২’শ ১২ জন ও ২ হাজার ৭’শ ৮ জন টিকাদান কর্মী কাজ করছে। কোন শিশু যাতে এ কার্যক্রম থেকে বাদ না পড়ে সেই বিষয়টা নিশ্চিত করতে কাজ করছে স্বাস্থ্য কর্মীরা।
তিনি আরো বলেন, আশা করছি আমাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হবে। তারপরেও যদি কোন শিশু বাদ পড়ে আগামী ৭ দিন তাদের নিয়মিত টিকা দান কেন্দ্রে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।