বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৮

রাঙ্গামাটিতে শিশুদেরকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো শুরু

রাঙ্গামাটি, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): জেলায় ৮১ হাজার ৭৭৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। আজ সকালে সদর উপজেলার মগবান ইউনিয়নের গোলাছড়ি কেন্দ্রে ভিটামিন খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।
এ সময়  সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিনোদ শেখর চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলায় এবছর ৬-১১ মাস বয়সী ৯ হাজার ২৫১ শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৭২ হাজার ৪২৫ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পসুল খাওয়ানো হচ্ছে।
জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৮১ হাজার ৭৭৬ শিশুকে আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে। আজ থেকে শুরু হলেও লক্ষ্যমাত্রা পূরণ হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
তিনি জানান, রাঙ্গামাটি পৌরসভা এলাকা ও জেলার ১০ উপজেলা মিলে মোট ১ হাজার ২৭২টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে দুজন টিকাকর্মী করে ২ হাজার ৫৪৪ জন নিয়োজিত থাকবেন।
ইউএনও এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিকা কার্যক্রম মনিটরিং করছেন বলে জানান তিনি।