বাসস
  ২৯ জুলাই ২০২৩, ১২:৫৫

ইরাকের মাজার নগরীতে আগুনে ৪ জনের মৃত্যু

বাগদাদ, ২৯ জুলাই, ২০২৩ (বাসস ডেস্ক) : ইরাকের মাজার নগরী কারবালায় শুক্রবার এক অগ্নিকা-ে চারজনের মৃত্যু হয়েছে। পবিত্র আশুরা পালন উপলক্ষে হাজার হাজার শিয়া ভক্ত জড়ো হওয়ার সময় সেখানে এই আগুন ছড়িয়ে পড়লে তারা প্রাণ হারায়। জরুরি পরিষেবা সংস্থা এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ইমাম হুসাইনের সমাধির কাছে একটি সরু গলিতে আগুন ছড়িয়ে পড়ে। শিয়া ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী স্থানটি শিয়া ভক্তদের কাছে স্মৃতির কেন্দ্রবিন্দু।
জরুরি পরিষেবা সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিক প্রতিবেদন থেকে জানা যায় যে, শিয়া তীর্থযাত্রীদের জন্য স্থাপিত একটি বিশ্রাম তাবুর রান্না ঘরের গ্যাসের বোতল থেকে আগুনের সূত্রপাত ঘটলে তা পাশের একটি বাজারে ছড়িয়ে পড়ে।’
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা পৌঁছে ‘তীর্থযাত্রীদের ভিড়ের মধ্যে দিয়ে ফায়ার ট্রাকগুলোর চলাচলে অসুবিধা সত্ত্বেও রেকর্ড সময়ে’ আগুন নিয়ন্ত্রণে আনে।
পবিত্র আশুরা কারবালা ময়দানে সপ্তম শতাব্দীর যুদ্ধে ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মোহাম্মাদ (সা:) এর নাতি ইমাম হুসাইনের শাহাদৎ বরণের স্মৃতি কথা স্মরণ করিয়ে দেয়।