বাসস
  ১৪ আগস্ট ২০২৩, ১০:৪২

নাইজারে লড়াইয়ে ৬ সৈন্য ও ১০ জঙ্গি নিহত

নিয়ামি, নাইজার, ১৪ আগস্ট, ২০২৩ (বাসস ডেস্ক): নাইজারের পশ্চিমাঞ্চলে লড়াইয়ে ছয় সৈন্য ও ১০ জঙ্গি নিহত হয়েছে। কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
ন্যাশনাল গার্ড হাই কমান্ড এক বিবৃতিতে বলেছে, রোববার পশ্চিমাঞ্চলীয় সানাম শহরের কাছে সন্দেহভাজন জঙ্গিরা মোটরবাইকে এসে সৈন্যদের ওপর অতর্কিত হামলা চালায়। 
সানামের অবস্থান এমন একটি এলাকায় যেখানে নাইজার সীমান্তের সাথে মালি ও বুরকিনা ফাসোর সীমান্ত মিলেছে। আর এ অঞ্চলে জঙ্গি হামলা খুব সাধারণ একটি ঘটনা।
একই এলাকায় গত ৯ আগস্ট জঙ্গি হামলায় পাঁচ সৈন্য নিহত হয়। 
উল্লেখ্য গত ২৬ জুলাই এক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মোহাম্মেদ বাজাউমকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী দেশটির শাসন ক্ষমতা দখলে নেয়।