বাসস
  ২৮ আগস্ট ২০২৩, ১৩:২৪

ইসরাইলি হামলার পর উত্তর সিরিয়া বিমানবন্দর পরিষেবা বন্ধ: রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম

দামেস্ক, ২৮ আগস্ট, ২০২৩ (বাসস/এএফপি): উত্তর সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ইসরাইলি হামলার ফলে সোমবার ফ্লাইট ওঠা-নামা বন্ধ হয়ে যায়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ একটি সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে।
‘আজ সকালে প্রায় সাড়ে ৪ টায় (০১৩০ জিএমটি) ইসরাইলি শত্রুরা আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ভূমধ্যসাগরের পশ্চিম দিক থেকে লাতাকিয়ার দিক থেকে আকাশে আগ্রাসন শুরু করে’। সূত্রটি বলেছে, এর ফলে বিমানবন্দরের রানওয়ের ক্ষতি হয়েছে।