ফিলিপাইন সফরে যাচ্ছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৩:৪৭
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি আইওয়ায়া। ছবি: সংগৃহীত

ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি আইওয়ায়া ১৪ থেকে ১৫ জানুয়ারি ফিলিপাইন সফর করবেন। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান জটিল নিরাপত্তা পরিবেশের উন্নয়ন এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদার করাই হচ্ছে এ সফরের মূল উদ্দেশ্য। ম্যানিলার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।

ম্যানিলা থেকে এএফপি এ খবর জানায়। 

ফিলিপাইন এবং জাপান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র, যারা এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং প্রভাব মোকাবেলায় ক্যানবেরা থেকে টোকিও পর্যন্ত তাদের জোটকে শক্তিশালী করে আসছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আইওয়ায়া ফিলিপিনো প্রতিপক্ষ এনরিক মানালোর সাথে রাজনৈতিক, প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা এবং পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ক্রমবর্ধমান জটিল নিরাপত্তা পরিবেশের মধ্যে, তারা দুই দেশের মধ্যে ‘শক্তিশালী কৌশলগত অংশীদারিত্ব’ আরো বৃদ্ধি এবং সহযোগিতার নতুন সুযোগ খুঁজে বের করার জন্য পারস্পরিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন বলে আশা করা হচ্ছে।

২০২৪ সালের জুলাই মাসে দুই দেশ একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। যা একে অপরের মাটিতে সৈন্য মোতায়েনের অনুমতি দেয়।

ফিলিপাইনের কোস্টগার্ডের জন্য জাপান নতুন এবং বৃহত্তম জাহাজ তৈরি করেছে। যা দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য ম্যানিলার প্রচেষ্টার একটি অংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০