ফিলিপাইন সফরে যাচ্ছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৩:৪৭
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি আইওয়ায়া। ছবি: সংগৃহীত

ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি আইওয়ায়া ১৪ থেকে ১৫ জানুয়ারি ফিলিপাইন সফর করবেন। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান জটিল নিরাপত্তা পরিবেশের উন্নয়ন এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদার করাই হচ্ছে এ সফরের মূল উদ্দেশ্য। ম্যানিলার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।

ম্যানিলা থেকে এএফপি এ খবর জানায়। 

ফিলিপাইন এবং জাপান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র, যারা এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং প্রভাব মোকাবেলায় ক্যানবেরা থেকে টোকিও পর্যন্ত তাদের জোটকে শক্তিশালী করে আসছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আইওয়ায়া ফিলিপিনো প্রতিপক্ষ এনরিক মানালোর সাথে রাজনৈতিক, প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা এবং পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ক্রমবর্ধমান জটিল নিরাপত্তা পরিবেশের মধ্যে, তারা দুই দেশের মধ্যে ‘শক্তিশালী কৌশলগত অংশীদারিত্ব’ আরো বৃদ্ধি এবং সহযোগিতার নতুন সুযোগ খুঁজে বের করার জন্য পারস্পরিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন বলে আশা করা হচ্ছে।

২০২৪ সালের জুলাই মাসে দুই দেশ একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। যা একে অপরের মাটিতে সৈন্য মোতায়েনের অনুমতি দেয়।

ফিলিপাইনের কোস্টগার্ডের জন্য জাপান নতুন এবং বৃহত্তম জাহাজ তৈরি করেছে। যা দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য ম্যানিলার প্রচেষ্টার একটি অংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১৫ জুলাই রুমে নিয়ে টর্চারের পর হল থেকে বের করে দেয় ছাত্রলীগ : সামিউল
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর
প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা
১০