বাসস
  ২৯ আগস্ট ২০২৩, ১৬:৩৫

পাকিস্তানের আদালত ইমরান খানের দুর্নীতির সাজা স্থগিত করেছে 

ইসলামাবাদ, ২৯ আগস্ট, ২০২৩ (বাসস/এএফপি) : পাকিস্তানের উচ্চ আদালত মঙ্গলবার দুর্নীতির অভিযোগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাদন্ড স্থগিত করেছে। তার দলের এক মুখপাত্র এএফপি’কে একথা বলেছেন। 
তবে তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে কি-না তা স্পষ্ট নয়।
খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির এক মুখপাত্র বলেছেন,  ইসলামাবাদ হাইকোর্ট এই মাসে তাকে তিন বছরের কারাদন্ডের একটি নিম্ন আদালতের সিদ্ধান্তকে বাতিল করেছে। 
ওই রায়টি তাকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দিয়েছিল।
তার আইনজীবীরা বলেছিলেন, যে তাকে জামিন দেওয়া হয়েছে।
তবে তারা আশঙ্কা করেছিলেন, ৭০ বছর বয়সী সাবেক এই ক্রিকেট তারকার ২০২২ সালের এপ্রিলে অফিস ছেড়ে যাওয়ার পর  থেকে তার বিরুদ্ধে যে ২শ’ টিরও বেশি মামলা করা হয়েছে- তার একটিতে তাকে পুনরায় গ্রেপ্তার করা হবে।
আইনজীবীদের একজন গহর খান এএফপি’কে বলেছেন, ‘আমরা আদালতের কাছে একটি আদেশ পাস করার অনুরোধ জানিয়ে অন্য কোনো মামলায় তাকে গ্রেপ্তার করতে কর্তৃপক্ষকে বাধা দেওয়ার জন্য অনুরোধ করেছি।’
‘কর্তৃপক্ষ যদি অন্য কোনো মামলায় তাকে গ্রেপ্তার করে, তাহলে তা হবে তার আইনি অধিকারের পরিপন্থী।’