বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৮

ফরাসি সৈন্য প্রত্যাহারের দাবিতে নাইজারে হাজার হাজার লোকের বিক্ষোভ

নিয়ামেই, নাইজার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক): প্রাক্তন ঔপনিবেশিক শাসক ফ্রান্সের সৈন্য প্রত্যাহারের দাবিতে হাজার হাজার মানুষ শনিবার নাইজারের রাজধানী নিয়ামেতে বিক্ষোভ সমাবেশ করেছে। গত জুলাই মাসে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর তারাও এই দাবি জানিয়ে আসছে।
পশ্চিম আফ্রিকার দেশটিতে ফরাসি সামরিক উপস্থিতির বিরুদ্ধে বেশ কয়েকটি নাগরিক সংগঠনের আহ্বানের পর বিক্ষোভকারীরা ফরাসি সৈন্যদের একটি ঘাঁটির কাছে জড়ো হয়।
বিক্ষোভকারীরা ব্যানারে ‘ফরাসি সেনাবাহিনী আমাদের দেশ ছেড়ে চলে যাও’ এই ঘোষণা তুলে ধরে।
বিকেলে নতুন করে জনসমাগম বৃদ্ধি পায় এবং তারা নিয়ামের উপকণ্ঠে ফরাসি সামরিক ঘাঁটির কাছে একটি গোলচত্বরে বিরাট সমাবেশের মাধ্যমে বিক্ষোভ করে।
নাইজারের সামরিক শাসক শুক্রবার ফ্রান্সের কড়া সমালোচনা করেছে। প্যারিসের বিরুদ্ধে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে সমর্থনের অভিযোগ করে এটিকে ‘স্পষ্ট হস্তক্ষেপ’ বলে উল্লেখ করেছে। বিক্ষোভকারীরা একই দাবিতে সমাবেশ করেছে।
প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম একজন ফরাসি মিত্র, গত ২৬ জুলাই সেনাবাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে এবং দেশটির ক্ষমতার নিয়ন্ত্রণ গ্রহন করে।
গত ৩ আগস্ট সামরিক সরকার ফ্রান্সের সাথে নাইজারের সামরিক চুক্তি বাতিলের ঘোষণা দেয়, দেশটিতে প্রায় ১,৫০০ ফরাসি সৈন্য রয়েছে।