বাসস
  ১১ আগস্ট ২০২৪, ২০:৫৬

সোমবার রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

মস্কো, ১১ আগস্ট, ২০২৪ (বাসস ডেস্ক) : ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী সপ্তাহে রাশিয়ার  প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করতে মস্কো সফর করবেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত এ কথা বলেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস মস্কোতে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে বলেছে, আব্বাস সোমবার আসবেন এবং মঙ্গলবার পুতিনের সাথে  দেখা করবেন। খবর এএফপি’র।
আব্বাস ফাতাহ ফিলিস্তিনি আন্দোলনের প্রধান, হামাসের প্রতিদ্বন্দ্বী।
রাষ্ট্রদূত আবদেল হাফিজ নোফাল বলেন, দুই নেতা ইসরাইল ৭ অক্টোবরের হামলার পর থেকে গাজার ঘটনা নিয়ে আলোচনা করবেন। তারা রাশিয়ার ভূমিকা নিয়ে কথা বলবে। তিনি আরো বলেন, “আমাদের খুব কঠিন পরিস্থিতি চলছে। রাশিয়া আমাদের কাছের একটি দেশ। আমাদের একে অপরের সাথে পরামর্শ করা দরকার।”
মস্কো বছরের পর বছর ধরে ইসরাইল ও ফিলিস্তিনিসহ মধ্যপ্রাচ্যের সমস্ত বড় খেলোয়াড়দের সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। তবে ইসরাইল-হামাস যুদ্ধ ও ইউক্রেনে রাশিয়ার সামরিক আভিযানের পর থেকে পুতিন ইসরাইলের শত্রু হামাস ও ইরানের কাছাকাছি চলে এসেছেন। ক্রেমলিন বারবার ৭ অক্টোবরের হামলার জন্য ইসরাইলের  সমালোচনা করে সংযমের আহ্বান জানিয়েছে।