বাসস
  ১৩ আগস্ট ২০২৪, ১৪:২৪

সিরিয়ায় ও লেবাননে ভূমিকম্প

বৈরুত, লেবানন, ১৩ আগস্ট, ২০২৪ (বাসস ডেস্ক) : সিরিয়ায় সোমবার গভীর রাতে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।
এদিকে প্রতিবেশী দেশ লেবাননেও ভূমিকম্প অনুভূত হয়েছে। উভয় দেশের সরকারী সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।
খবর এএফপি’র।
বৈরুত এবং দামেস্কে থেকে এএফপি’র সাংবাদিকরা জানান, তারা কম্পন অনুভব করেছেন।
সিরিয়ার জাতীয় ভূমিকম্প কেন্দ্রের প্রধান রায়েদ আহমেদের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে,  ‘রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ গদশমিক ৫। ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১১টা ৫৬ মিনিটে হামা নগরীর পূর্বাঞ্চলে আঘাত হানে।’
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫।
এদিকে লেবাননের রাষ্ট্রীয় জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটিতে স্থানীয় সময় ‘রাত ১১টা ৫৬ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। বৈরুত এবং অন্যান্য এলাকার বাসিন্দারাও ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানান।
২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি ভোর রাতের আগে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় প্রায় ৬০ হাজার মানুষ প্রাণ হারায়।