বাসস
  ২৮ আগস্ট ২০২৪, ১৪:১৬

ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে প্রথম সাক্ষাতকার দিচ্ছেন হ্যারিস

ওয়াশিংটন, ২৮ আগস্ট, ২০২৪ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং তার রানিং মেট টিম ওয়ালজ বৃহস্পতিবার সিএনএন’কে সাক্ষাৎকার দিবেন। দলটির মনোনীত প্রার্থী হিসেবে জো বাইডেনের স্থলাভিষিক্ত হওয়ার পর এটি হবে হ্যারিসের প্রথম সাক্ষাতকার। খবর এএফপি’র।
খবরে বলা হয়, প্রায় পাঁচ সপ্তাহ আগে বাইডেন হোয়াইট হাউসের প্রতিযোগিতার দৌড় থেকে বাদ পড়ার পর থেকে রিপাবলিকানরা বারবার ৫৯ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের বিরুদ্ধে সাক্ষাতকার এড়ানোর অভিযোগ করে আসছেন।
সিএনএন জানায়, বৃহস্পতিবার জর্জিয়া রাজ্যে প্রচারাভিযানে যাওয়ার সময় এই জুটি সাক্ষাৎকারটি দেবেন এবং এটি একই দিন স্থানীয় সময় রাত ৯টায় প্রচারিত হবে।
সিএনএন আরো জানায়, ‘বিস্তারিতভাবে দেওয়া এ সাক্ষাৎকার একটি প্রাইমটাইম স্পেশাল হিসেবে প্রচার করা হবে।’ প্রেসিডেন্ট জো বাইডেন পুনঃনির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোয় ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হওয়ার পর হ্যারিসের এটি প্রথম সাক্ষাতকার।
সিএনএন জানায়, সাক্ষাতকারটি অ্যাঙ্কর ডানা বাশ পরিচালনা করবেন।