বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪২

পশ্চিমারা শুধু ভূয়া শান্তি পরিকল্পনার প্রস্তাব করায় রাশিয়া সামরিক অভিযান চালিয়ে যাবে: জাতিসংঘের দূত

ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৪ (বাসস): ইউক্রেনের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, যতক্ষণ পর্যন্ত কিয়েভের পশ্চিমা মিত্ররা সংঘাত নিরসনে অকার্যকর প্রস্তাব দেবে ততক্ষণ পর্যন্ত রাশিয়া ইউক্রেনে তার লক্ষ্য অর্জনে বিশেষ সামরিক অভিযানে চালিয়ে যাবে। জাতিসংঘ থেকে তাস এ খবর জানায়। 

তিনি জোর দিয়ে বলেন, ‘রাশিয়ার শর্তগুলো স্পষ্ট এবং যৌক্তিক। হুমকি দূর করতে রাশিয়ার জন্য কিয়েভ সরকারের তৈরি করা সেইসব ব্যর্থ হওয়া ভূয়া সমাধানের সাথে এগুলোর কোন মিল নেই। এই প্রস্তাবগুলো সম্প্রতি কিয়েভের পশ্চিমা মিত্ররা ক্রমবর্ধমানভাবে সামনে এনেছে। 

স্থায়ী প্রতিনিধি যোগ করেন যে রাশিয়া ইউক্রেনীয় কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপের যথাযথ জবাব দেবে। 

তিনি বলেন, যতদিন এটি ঘটবে, আমরা কৌশলগতভাবে আমাদের বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য অনুসরণ করতে থাকব এবং কিয়েভ সরকারের উসকানিতে আমরা ১৩ ডিসেম্বরের মতোই সাড়া দেব।