শিরোনাম
ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : স্কুলে মারাত্মক ছুরি হামলায় সাত বছর বয়সী একজন ছাত্র নিহত এবং বেশ কয়েক জন আহত হওয়ায় এর প্রতিবাদে কয়েক হাজার মানুষ সোমবার জাগরেবে মৌন মিছিল করেছে। তারা স্কুলগুলোতে আরও ভাল নিরাপত্তার আহ্বান জানান। জাগরেব থেকে এএফপি এখবর জানায়।
শুক্রবার ক্রোয়েশিয়ার রাজধানীতে একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে ১৯ বছর বয়সী এক ব্যক্তি চার ছাত্র ও এক মহিলা শিক্ষককে ছুরিকাঘাতে আহত করেন। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।
কর্তৃপক্ষ জানায়, এই ব্যক্তির মানসিক রোগের রেকর্ড রয়েছে এবং তিনি স্কুলের একজন প্রাক্তন ছাত্র ছিলেন, গ্রেপ্তার হওয়ার আগে তিনি নিজেকেও আঘাত করে আহত করেন।
হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের জাগরেবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
সোমবার সন্ধ্যায় মিছিলের নেতৃত্বদানকারী লোকেরা ‘নিরাপদ স্কুল চাই’ লেখা একটি বিশাল ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘মোমবাতি বহন নয়, আমরা সমাজের আলো হতে চাই’ এবং ‘এক মা কাঁদলে সব মা-ই কাঁদে’। এদিন ক্রোয়েশিয়ার অন্যান্য বড় শহরগুলোর স্কুলের সামনে মোমবাতি প্রজ্জলন করা হয়।
এই পদযাত্রার আয়োজনকারী শিক্ষা খাতের তিনটি ট্রেড ইউনিয়নের একটির প্রধান জেলজকো স্টিপিক এটিকে একটি "দুঃখের মিছিল" বলে বর্ণনা করেন।