শিরোনাম
ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : ভেনিজুয়েলার কর্তৃপক্ষ আরো ২২৩ জন বিক্ষোভকারীকে মুক্তি দিয়েছে। যাদেরকে নির্বাচন পরবর্তী সময়ে আটক করা হয়েছিল। এ নিয়ে মুক্তিপ্রাপ্ত বিক্ষোভকারীর সংখ্যা দাড়াল ৯৫৬ তে, খবর এএফপি’র।
জুলাইয়ের নির্বাচনের পর ভেনিজুয়েলাতে ২৪০০ এর বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বিরোধীদলের যে বিক্ষোভ তাতে দেশটিতে অন্তত ২৮ জন নিহত হয়। বিরোধীদলের অভিযোগ নির্বাচনে তারাই বিজয়ী হয়েছে।
জুলাইয়ের ঐ নির্বাচনে নিকোলাস মাদুরো তৃতীয়বারের মত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়।