জাপানে ভয়াবহ দাবানলের পর হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে

বাসস
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১১:২৯

ঢাকা, ২ মার্চ, ২০২৫ (বাসস) : জাপানে তিন দশকের মধ্যে সবচেয়ে বড় দাবানলে রোববার অন্তত একজনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের কিছু অংশ থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

কর্মকর্তাদের মতে, উত্তর জাপানের ওফুনাটো শহরের আশেপাশের এলাকা থেকে প্রায় ২ হাজার মানুষ বন্ধু বা আত্মীয়দের সাথে থাকার জন্য চলে গেছেন এবং ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার একজন মুখপাত্র শনিবার এএফপিকে বলেন, ’আমরা এখনও ক্ষতিগ্রস্ত এলাকার আকার পরীক্ষা করছি, তবে হোক্কাইডোর কুশিরোতে ১৯৯২ সালের দাবানলের পর এটিই সবচেয়ে বড়।’

কিছু প্রতিবেদনে ধারণা করা হচ্ছে যে আগুনে ১ হাজার ৮০০ হেক্টর জুড়ে ছড়িয়ে পড়েছে।

আকাশ থেকে তোলা এনএইচকে-র এক ফুটেজে দেখা গেছে, আগুন লাগার চার দিন পর সাদা ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। সামরিক হেলিকপ্টারগুলো সেগুলো নেভানোর চেষ্টা করছে।

এখন পর্যন্ত একজনের পুড়ে যাওয়া দেহ পাওয়া গেছে। ৮০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সারা দেশ থেকে প্রায় ১ হাজার ৭০০ অগ্নিনির্বাপক কর্মী কাজ করছেন।

সরকারি তথ্য অনুসারে, ১৯৭০-এর দশকে সর্বোচ্চ দাবানলের পর এই সংখ্যা কমে। তবে ২০২৩ সালে জাপান জুড়ে প্রায় ১ হাজার ৩০০টি দাবানল ঘটে, যা ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ঘনীভূত ছিল। এসময় বাতাসের আদ্রতা কমে যায় এবং প্রবল বাতাস বইতে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
আগামী মাসে চট্টগ্রাম-মোংলা রুটে কন্টেইনার জাহাজ চলাচল শুরু
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
১০