প্রথমবারের মতো দূর নভোমণ্ডলে সৌরজগতের জন্ম প্রত্যক্ষ করলেন জ্যোতির্বিদরা

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২২:১৮

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : জ্যোতির্বিদরা প্রথমবারের মতো কোনো নক্ষত্রকে ঘিরে গ্রহ গঠনের প্রাথমিক মুহূর্ত প্রত্যক্ষ করেছেন। তারা বলছেন, এই আবিষ্কার আমাদের নিজ সৌরজগতের সৃষ্টি রহস্যের অনেক জট খুলে দিতে পারে।

প্যারিস থেকে এএফপি জানায়, এই নতুন সৌরজগৎটি ‘এইচওপিএস-৩১৫’ নামের একটি শিশু নক্ষত্রের চারপাশে গড়ে উঠছে, যা দেখতে অনেকটা আমাদের সূর্যের শৈশবকালের মতো। এই নক্ষত্র পৃথিবী থেকে প্রায় ১,৩০০ আলোকবর্ষ দূরে বিখ্যাত ওরিয়ন নীহারিকায় অবস্থিত।

নতুন জন্ম নেয় তরুণ নক্ষত্র ঘিরে গ্যাস ও ধূলিকণার বিশাল একটি চক্র থাকে, যাকে গ্রহজনন চক্র বলা হয়। এই চক্রের ভেতরেই ধীরে ধীরে গড়ে ওঠে নতুন গ্রহ।

এই চক্রে সিলিকন মনোক্সাইড জাতীয় উষ্ণ খনিজ কণাগুলো একত্র হয়ে জমা হতে থাকে। ধীরে ধীরে এসব কণা একে অপরকে আকর্ষণ করে বড় হতে থাকে এবং একসময় তা এক কিলোমিটার পর্যন্ত দৈর্ঘ্যের ‘অণুগ্রহ’ বা ভ্রূণগ্রহে পরিণত হয়, যা পরে পূর্ণাঙ্গ গ্রহে রূপ নেয়।

বিজ্ঞানীরা মনে করেন, আমাদের পৃথিবী ও বৃহস্পতি গ্রহের কেন্দ্রবিন্দু গঠনে ব্যবহৃত এই প্রাথমিক খনিজ পদার্থগুলোর নমুনা আজও প্রাচীন উল্কাপিণ্ডে পাওয়া যায়।

নতুন গবেষণায় দেখা গেছে, ‘এইচওপিএস-৩১৫’-এর চারপাশে ঘূর্ণায়মান চক্রে এই ধরনের গরম খনিজ পদার্থের জমাট বাঁধার প্রক্রিয়া শুরু হয়েছে।

নেচার সাময়িকীতে প্রকাশিত এই গবেষণার প্রধান লেখক নেদারল্যান্ডসের লাইডেন ইউনিভার্সিটির মেলিসা ম্যাকক্লুর বলেন, ‘এই প্রথমবারের মতো আমরা আমাদের সৌরমণ্ডলের বাইরে কোনো নক্ষত্রের চারপাশে গ্রহ গঠনের একেবারে প্রারম্ভিক ধাপ শনাক্ত করলাম।’

প্রথমে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই খনিজের উপস্থিতি শনাক্ত করে। এরপর বিজ্ঞানীরা চিলিতে অবস্থিত ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরির আলমা টেলিস্কোপ ব্যবহার করে খনিজগুলোর রাসায়নিক সংকেত ঠিক কোথা থেকে আসছে তা নিশ্চিত হন।

তারা দেখতে পান, এই খনিজ চক্রের এমন এক অঞ্চলে জমাট বাঁধছে, যা আমাদের সূর্যকে ঘিরে থাকা গ্রহাণুপুঞ্জ বেল্টের মতো।

গবেষণার সহ-লেখক এবং যুক্তরাষ্ট্রের পারডু ইউনিভার্সিটির মেরেল ফান’ত হফ বলেন, ‘আমরা এমন একটি সৌরজগতের জন্ম প্রত্যক্ষ করছি, যেটা দেখতে অনেকটাই আমাদের সৌরজগতের আদিরূপের মতো ।’

এই আবিষ্কার ভবিষ্যতে গ্রহ সৃষ্টির রহস্য আরও ভালোভাবে বোঝার সুযোগ তৈরি করবে বলে মনে করছেন জ্যোতির্বিদরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ : প্রধান উপদেষ্টার প্রেস উইং
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি : টেলিযোগাযোগ মন্ত্রণালয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৩ বিলিয়ন ডলারে: বাংলাদেশ ব্যাংক
বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই জনগণের ম্যান্ডেট নিয়েই এসেছে : টুকু
গোপালগঞ্জে হামলার ঘটনায় ভোলায় এনসিপির মশাল মিছিল
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি ঢাবি সাদা দলের
গোপালগঞ্জে হামলার ঘটনায় রাঙ্গামাটিতে এনসিপির বিক্ষোভ ও রোড ব্লক কর্মসূচি
জুলাই বিপ্লবকে জীবিত রাখতে সকলকে সজাগ থাকতে হবে : মাহমুদুর রহমান 
জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন
১০