ইলেকট্রিক গাড়ির বাজারে অযৌক্তিক প্রতিযোগিতা ঠেকাতে কড়া পদক্ষেপ নিচ্ছে চীন 

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৪:৩০

ঢাকা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস):  চীনে চলমান ইলেকট্রিক ভেহিকল (ইভি) দামের যুদ্ধ এবং ‘অযৌক্তিক প্রতিযোগিতা’ থামাতে নতুন নীতিমালা আনছে সরকার। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বুধবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে।

বেইজিং থেকে এএফপি জানায়, স্বল্প দূষণকারী ব্যাটারি চালিত গাড়ি উৎপাদন ও ব্যবহার বাড়াতে চীনা সরকার বহু বছর ধরেই ইভি খাতে বিশাল পরিমাণ সরকারি সহায়তা দিচ্ছে। তবে বর্তমানে কম দামে গাড়ি ছাড়ার প্রতিযোগিতা এতটাই বেড়েছে যে অনেক স্টার্টআপ প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে পড়ছে।

বাজারে বিপুল ছাড় ও পুরোনো গাড়ি বদলে নতুন গাড়ি কেনার স্কিম চালু থাকলেও এতে শিল্পখাতে অস্থিরতা দেখা দিয়েছে। সম্প্রতি চীনে ‘ইনভোলিউশন’ শব্দটি জনপ্রিয় হয়ে উঠেছে। এটি দিয়ে বোঝানো হয় যে অতিরিক্ত প্রতিযোগিতার ফলে শিল্প নিজের ক্ষতি করে ফেলছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বুধবার বেইজিংয়ে শীর্ষ কর্মকর্তাদের একটি বৈঠকে দাম নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা নিয়ন্ত্রণের উন্নতির জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে কর্মকর্তারা অযৌক্তিক প্রতিযোগিতা রোধ করতে এবং আরও সুস্থ উন্নয়নের জন্য নতুন শক্তির গাড়ির বাজারে শক্তিশালী শৃঙ্খলা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

চীনের শীর্ষ অটোমোবাইল শিল্প সংগঠন ‘চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স’ গত মে মাসেই হুঁশিয়ারি দিয়েছিল যে, এই ‘উচ্ছৃঙ্খল প্রতিযোগিতা’ ভবিষ্যতে শিল্পের টেকসই প্রবৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াবে।

বিশ্লেষক বিল বিশপ তার সিনোসিজম নিউজলেটারে লিখেছেন যে বুধবারের রিডআউটের শব্দগুলো ইঙ্গিত দিতে পারে যে বেইজিং বৈদ্যুতিক যানবাহনের উপর "মূল্য নিয়ন্ত্রণ" স্থাপন করবে।

তিনি লেখেন, নতুন জ্বালানি যানবাহন খাতে সরকারের হস্তক্ষেপ এখন সময়ের ব্যাপার মাত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০