অর্থ সংকটে ১ কোটি ১৬ লাখ শরণার্থীর মানবিক সহায়তা ঝুঁকিতে : জাতিসংঘ

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৯:৩৬

ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : বিশ্বব্যাপী মানবিক সহায়তা বাজেটে ব্যাপক কাটছাঁটের কারণে এককোটির বেশি শরণার্থী তাদের অত্যাবশ্যক সহায়তা হারানোর ঝুঁকিতে পড়েছেন বলে শুক্রবার সতর্ক করেছে জাতিসংঘ।

জেনেভা থেকে এএফপি জানায়, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ২০২৪ সালে তারা যে সংখ্যক শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষকে সহায়তা করেছিল, এবারের এই সংকট তার এক-তৃতীয়াংশকে প্রভাবিত করতে পারে।

একটি নতুন প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, বৈশ্বিক শরণার্থী সংকটের পেছনে রয়েছে এক ভয়াবহ সমন্বয়: ‘উর্ধ্বমুখী বাস্তুচ্যুতি, হ্রাসমান তহবিল এবং রাজনৈতিক উদাসীনতা।’

ইউএনএইচসিআরের প্রধান বহিঃসম্পর্ক বিষয়ক কর্মকর্তা ডমিনিক হাইড বলেন, ‘আমরা এখন এক মরণঘাতী ককটেলের মুখোমুখি... আমরা বিশ্বজুড়ে শরণার্থী ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য অত্যন্ত উদ্বিগ্ন।’

যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের বাজেট কর্তনের ফলে জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সংস্থাগুলো বড় ধরনের অর্থ ঘাটতির মুখে পড়েছে।

এ বছর ইউএনএইচসিআর-এর প্রয়োজনীয় বাজেট ছিল ১০.৬ বিলিয়ন ডলার, কিন্তু এখন পর্যন্ত তারা পেয়েছে মাত্র ২৩ শতাংশ অর্থ।

ফলে, সংস্থাটি ইতোমধ্যে প্রায় ১.৪ বিলিয়ন ডলার মূল্যের জরুরি সহায়তা কার্যক্রম বাতিল বা স্থগিত করতে বাধ্য হয়েছে।

ডমিনিক হাইড বলেন, ‘ফলে, ১ কোটি ১৬ লাখ শরণার্থী এবং বাস্তুচ্যুত মানুষ ইউএনএইচসিআর-এর সহায়তা থেকে বঞ্চিত হতে পারে।’

এই পরিস্থিতিতে বহু পরিবারকে শিশুদের খাওয়ানো, ওষুধ কেনা এবং বাসা ভাড়ার মধ্যে যেকোনো একটি বেছে নিতে হচ্ছে।

সুদানে যুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থীদের পুষ্টিহীনতার হার ভয়াবহ। চাদে অবস্থানরত শিশুদের জন্য পুষ্টি পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে।

চাদ এবং দক্ষিণ সুদানের সীমান্তে নতুন আগতদের নিরাপদ স্থানে স্থানান্তর কার্যক্রমও বন্ধ করতে হয়েছে, ফলে হাজার হাজার মানুষ দুর্গম এলাকায় আটকে পড়েছে।

বাংলাদেশে মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য পরিচালিত ক্যাম্পগুলোতে ২ লাখ ৩০ হাজার শিশু ঝুঁকির মুখে, তাদের শিক্ষা কার্যক্রম স্থগিত হতে পারে।

লেবাননে ইউএনএইচসিআর-এর পুরো স্বাস্থ্যসেবা কার্যক্রম চলতি বছরের শেষে সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে।

গত মাসে ইউএনএইচসিআর ঘোষণা করেছে, তারা বাজেট সংকটের কারণে বিশ্বজুড়ে তাদের প্রায় ৩,৫০০ জন কর্মী ছাঁটাই করবে — যা মোট জনবলের প্রায় এক-তৃতীয়াংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় প্রস্তুতি মিছিল
সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৭৪ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা 
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন
একাত্তর এবং চব্বিশ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে : খুলনা বিএনপি
চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে শেরপুরে কৃষক দলের বিক্ষোভ
প্রশাসন, আইন ও নির্বাচন কমিশন অবশ্যই সংস্কার করতে হবে : ইসলামী আন্দোলন
হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শনী
১০