দ্বিতীয় প্রান্তিকে ৪৫ শতাংশ বেশি মুনাফা করেছে নেটফ্লিক্স 

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২০:১৫

ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে ভালো আয় করেছে। বিজ্ঞাপন আয় এবং সাবস্ক্রিপশন মূল্যের বৃদ্ধির কারণে কোম্পানিটির মুনাফা গত বছরের তুলনায় ৪৫ শতাংশ বেড়ে ৩.১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। 

সান ফ্রান্সিসকো থেকে এএফপি জানায়, বিশ্লেষকদের পূর্বাভাস ও কোম্পানির নিজস্ব পূর্বাভাস উভয়কেই ছাড়িয়ে জুন ৩০-এ শেষ হওয়া ত্রৈমাসিকে নেটফ্লিক্সের রাজস্ব ১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১.১ বিলিয়ন ডলারে।

২০২৫ সালের জন্য কোম্পানিটি তাদের বার্ষিক রাজস্ব প্রত্যাশা বাড়িয়ে ৪৪.৮ থেকে ৪৫.২ বিলিয়ন ডলারের মধ্যে নির্ধারণ করেছে, যা পূর্বের পূর্বাভাস ৪৩.৫ থেকে ৪৪.৫ বিলিয়নের চেয়ে বেশি। এই প্রান্তিকে নেটফ্লিক্সের কনটেন্ট পারফরম্যান্স ছিল শক্তিশালী। উল্লেখযোগ্য হিটের মধ্যে ছিল ‘স্কুইড গেম’ এর তৃতীয় সিজন, যা ১২২ মিলিয়ন বার দেখা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘মাত্র কয়েক সপ্তাহের ভিউয়িংয়ে এটি ইতোমধ্যে আমাদের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ দেখা সিরিজ সিজনে পরিণত হয়েছে।’ 

অন্যান্য জনপ্রিয় শিরোনার মধ্যে ছিল ‘গিনি অ্যান্ড জর্জিয়া’ এর তৃতীয় সিজন (৫৩ মিলিয়ন ভিউ) এবং ‘সাইরেন্স’ (৫৬ মিলিয়ন ভিউ)।

অ্যানিমেটেড চলচ্চিত্র  ‘কেপপ ডেমন হান্টার্স’ পেয়েছে ৮০ মিলিয়ন ভিউ, যা ‘আমাদের অন্যতম সর্ববৃহৎ অ্যানিমেটেড ফিল্মে’ পরিণত হয়েছে এবং এর সাউন্ডট্র্যাক বিশ্বব্যাপী মিউজিক চার্টে শীর্ষে ওঠে।

নেটফ্লিক্স জানিয়েছে, ‘কোরিয়ান কনটেন্ট এখনও আমাদের দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং এটি আন্তর্জাতিক প্রোগ্রামিংয়ের সাফল্যকে তুলে ধরে। যা কোম্পানির বৈশ্বিক কৌশলের মূল অংশ।

২০২৫ সালের দ্বিতীয়ার্ধে আরও ভালো ফলাফলের আশা প্রকাশ করেছে নেটফ্লিক্স। আসছে কনটেন্ট তালিকায় রয়েছে বহুল প্রতীক্ষিত ‘ওয়েডনেসডে’ সিজন ২, ‘স্ট্রেঞ্জার থিংস’-এর শেষ সিজন এবং ক্যাথরিন বিগেলো ও গুইলারমো ডেল তোরোর নতুন চলচ্চিত্রসমূহ।

কোম্পানিটি সরাসরি সম্প্রচারের (লাইভ প্রোগ্রামিং) ক্ষেত্রেও সম্প্রসারণের ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে বড় মাপের বক্সিং ম্যাচ ও এনএফএল গেম সম্প্রচার, যা ঐতিহ্যগত অন-ডিমান্ড বিনোদনের বাইরে একটি নতুন ধারা গড়ে তুলছে।

২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত নেটফ্লিক্সের শেয়ার মূল্য ৪০ শতাংশের বেশি বেড়েছে। বিনিয়োগকারীরা কোম্পানির মুনাফামুখী কৌশলে ইতিবাচক সাড়া দিয়েছে, যার মধ্যে রয়েছে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ ও বিজ্ঞাপন-নির্ভর মডেল চালু করা।

২০২৪ সালের ডিসেম্বরে, বিশেষ করে সফল ছুটির মৌসুম শেষে, নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা ৩০ কোটির বেশি ছিল, যার মধ্যে প্রায় ১.৯ কোটি নতুন সাবস্ক্রিপশন যুক্ত হয়েছিল।

তবে এখন কোম্পানিটি আর সাবস্ক্রাইবার সংখ্যা প্রকাশ করে না বরং তারা  সংশ্লিষ্টতা (এনগেজমেন্ট) অর্থাৎ দর্শকের কনটেন্ট দেখার সময়ের পরিসংখ্যানের উপর গুরুত্ব দিচ্ছে।

এই প্রান্তিকে নেটফ্লিক্স তাদের বিজ্ঞাপন সক্ষমতা আরও বাড়িয়েছে। তারা ২০২৫ সালে বিজ্ঞাপন থেকে দ্বিগুণ রাজস্ব অর্জনের আশা করছে, যদিও নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া হয়নি।

তবে প্রতিষ্ঠানটি আশা করছে, ২০৩০ সালের মধ্যে তারা বিজ্ঞাপন-নির্ভর সাবস্ক্রিপশন থেকে ৯ বিলিয়ন ডলার আয় করতে পারবে।

ইমার্কেটাররের বিশ্লেষক পল ভারনা বলেন, দ্বিতীয় প্রান্তিকে আরও একটি শক্তিশালী আয় দেখানোর সাথে সাথে নেটফ্লিক্স বেশ কয়েকটি প্রান্তিকে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে এবং স্ট্রিমিং পরিষেবাগুলোর মধ্যে নিজেদের শীর্ষস্থানে প্রতিষ্ঠিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় প্রস্তুতি মিছিল
সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৭৪ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা 
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন
একাত্তর এবং চব্বিশ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে : খুলনা বিএনপি
চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে শেরপুরে কৃষক দলের বিক্ষোভ
প্রশাসন, আইন ও নির্বাচন কমিশন অবশ্যই সংস্কার করতে হবে : ইসলামী আন্দোলন
হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শনী
১০