রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১১:৩৪

ঢাকা, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় রাশিয়ার ড্রোন হামলায় এক জন নিহত হয়েছেন। শনিবার ভোরে ওডেসার মেয়র এ তথ্য জানিয়েছেন।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ওডেসার মেয়র গেন্নাদি ট্রুখানভ টেলিগ্রামে এক বার্তায় লিখেছেন, ‘রাশিয়া ২০টিরও বেশি ইউএভি ড্রোন দিয়ে শহরে হামলা চালিয়েছে। হামলায় বেসামরিক স্থাপনাগুলোর ক্ষতি হয়েছে। একটি আবাসিক ভবনে আগুন ধরে গেছে। উদ্ধারকর্মীরা বাসিন্দাদের বের করে আনার চেষ্টা করছেন।’

মেয়র আরও বলেন, ‘এখন পর্যন্ত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

পরে ওডেসার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, আগুনে লাগা অ্যাপার্টমেন্টগুলো থেকে পাঁচজনকে উদ্ধার করা হলেও ‘একজন উদ্ধারকৃত নারী মারা গেছেন’। 

উনিশ শতকের মনোরম স্থাপত্যের জন্য পরিচিত কৃষ্ণসাগরের এই বন্দর শহরটি তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে নিয়মিত রুশ হামলার শিকার হচ্ছে। শহরটির ঐতিহাসিক কেন্দ্র ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় রয়েছে।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় পাঁচ ঘণ্টার মধ্যে তারা ৮৭টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ব্রায়ানস্ক শহরে ৪৮টি এবং মস্কোতে ৫টি ড্রোন ধ্বংস করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের শহরগুলোতে দূরপাল্লার বিমান হামলাসহ সম্মুখভাগে আক্রমণ এবং গোলাবর্ষণ বাড়িয়েছে।

ট্রাম্প আগেই বলেছিলেন, শান্তিচুক্তি না হলে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে।

শুক্রবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে রুশ হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বৃটেন একইদিনে রাশিয়ার ওপর নতুন করে অর্থনৈতিক চাপ বাড়ানোর ঘোষণা দিয়েছে যাতে যুদ্ধ বন্ধ করা যায়। রুশ তেল রপ্তানি থেকে রাজস্ব আয়ের পথ বন্ধ করতে মূল্যসীমা কমিয়ে আনা হয়েছে।

এই পদক্ষেপ ইইউ’র বড় আকারের নতুন নিষেধাজ্ঞার অংশ, যেখানে রাশিয়ার ব্যাংক খাত ও সামরিক সক্ষমতাও টার্গেট করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০