মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি, ভোগান্তিতে হাজারো ভ্রমণকারী

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ২২:১৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : মালয়েশিয়ার স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ মেশিনে ত্রুটির কারণে শনিবার হাজার হাজার ভ্রমণকারীকে ভোগান্তিতে পড়তে হয়েছে। এতে রাজধানীর বিমানবন্দর ও সিঙ্গাপুর সীমান্তসহ বিভিন্ন প্রবেশপথে দীর্ঘ সময় ধরে ভিড় ও বিলম্ব দেখা দেয় বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

কুয়ালালামপুর থেকে এএফপি জানায়, শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এ সমস্যায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি প্রধান টার্মিনাল এবং দক্ষিণের সিঙ্গাপুর-সংলগ্ন স্থল সীমান্ত মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান বলেন, দশ-হাজারেরও বেশি ভ্রমণকারীকে ম্যানুয়াল কাউন্টারে অপেক্ষা করতে হচ্ছে। তাদের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

মালয়েশীয় দৈনিক দ্য স্টার জানায়, ২০০টিরও বেশি মেশিন বিকল হয়ে যাওয়াকে ‘এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ বিপর্যয় হিসেবে বর্ণনা করা হচ্ছে, যা শুধু বিদেশি পাসপোর্টধারীদের ওপর প্রভাব ফেলছে।

সিঙ্গাপুরের ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি (আইসিএ) মালয়েশিয়ায় ভ্রমণে ইচ্ছুক নাগরিকদের বিলম্বের বিষয়ে সতর্ক করেছে।

সংস্থাটি ফেসবুক পোস্টে জানায়, যারা ইতোমধ্যে ল্যান্ড চেকপয়েন্টে পৌঁছেছেন এবং ফিরে যেতে চান, তারা কর্তব্যরত কর্মকর্তাদের কাছে সহায়তা চাইতে পারেন।

২০২৪ সালের জুন থেকে ৬৩টি দেশের ভ্রমণকারী ও অনুমোদিত কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা মালয়েশিয়ার স্বয়ংক্রিয় মেশিন ব্যবহার করে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাচ্ছেন।

মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ‘ডেটা সমন্বয় ত্রুটির’ কারণে এই কারিগরি বিভ্রাট দেখা দিয়েছে।

সংস্থাটি জানায়, এটি ইমিগ্রেশনসিস্টেমে ক্রস-চেকিং প্রক্রিয়ায় বিলম্বের কারণ হয়েছে। সমস্ত ম্যানুয়াল কাউন্টার সম্পূর্ণরূপে চালু করা হয়েছে এবং অতিরিক্ত জনবল নিয়োজিত করা হয়েছে, যাতে সর্বোচ্চ সক্ষমতার আলোকে ভ্রমণকারীদের সেবা দেওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
১০