অতিপাতলা ও মসৃণ সৌর প্যানেলের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছে জাপান

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৭:৪৯

ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : চীনের নবায়নযোগ্য জ্বালানি খাতে আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে একটি নতুন ধরণের অতি-পাতলা ও মসৃণ নমনীয় সৌর প্যানেলে ব্যাপক বিনিয়োগ করছে জাপান, যা নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

টোকিও থেকে এএফপি জানায়, নমনীয় পেরোভস্কাইট প্যানেলগুলো পাহাড়ি জাপানের জন্য উপযুক্ত, যেখানে ঐতিহ্যবাহী সৌর ফার্ম স্থাপনের জন্য সমতল জমির সংকট রয়েছে। প্যানেলগুলোর একটি গুরুত্বপূর্ণ উপাদান হল আয়োডিন। যার উৎপাদনে চিলির পরেই বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান। 

জাপানের শিল্পমন্ত্রী ইয়োজি মুতো গত নভেম্বরে বলেছিলেন, এই প্রযুক্তির কিছু চ্যালেঞ্জও রয়েছে। তা হলো পেরোভস্কাইট প্যানেলে বিষাক্ত সিসা থাকে এবং বর্তমানে এটি সিলিকনের তুলনায় কম বিদ্যুৎ উৎপাদন করে ও কম সময় স্থায়ী হয়। 

ইয়োজি আরও বলেন, তবুও ২০৫০ সালের মধ্যে নেট-শূন্যের লক্ষ্য এবং চীনের সৌর আধিপত্য ঠেকানোর আকাঙ্ক্ষার সঙ্গে পেরোভস্কাইট কোষগুলো ‘ডিকার্বনাইজেশন এবং শিল্প প্রতিযোগিতা উভয়ই অর্জনের জন্য আমাদের সেরা কার্ড।

তিনি বলেন, সমাজে তাদের বাস্তবায়নে যে কোনও মূল্যে আমাদেরকে সফল হতেই হবে।

সরকার শিল্পকে অন্তর্ভুক্ত করার জন্য উদার প্রণোদনা দিচ্ছে, যার মধ্যে রয়েছে প্লাস্টিক নির্মাতা সেকিসুই কেমিক্যালকে ১৫৭ বিলিয়ন ইয়েন (১ বিলিয়ন ডলার) ভর্তুকি দেওয়া, যাতে ২০২৭ সালের মধ্যে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত পেরোভস্কাইট সৌর প্যানেল তৈরি করা যায়। এ মাধ্যমে ৩০ হাজার পরিবারকে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

২০৪০ সালের মধ্যে জাপান ২০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত পেরোভস্কাইট প্যানেল স্থাপন করতে চায়। যা প্রায় ২০টি পারমাণবিক চুল্লি যোগ করার সমতুল্য। 

এটি জাপানের ২০৪০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে বিদ্যুৎ চাহিদার ৫০ শতাংশ পূরণের লক্ষ্যে সহায়তা করবে।

দেশটি পেরোভস্কাইট এবং সিলিকন-ভিত্তিক সৌর কোষসহ সৌরশক্তির দিকে তাকিয়ে আছে, যাতে সেই সময়ের মধ্যে সমস্ত বিদ্যুতের চাহিদার ২৯ শতাংশ পূরণ করা যায়। এটি ২০২৩ সালে ৯ দশমিক ৮ শতাংশ ছিল।
টোকিও বিশ্ববিদ্যালয়ের পরবর্তী প্রজন্মের সৌর প্রযুক্তির বিশেষজ্ঞ হিরোশি সেগাওয়া বলেছেন, নবায়নযোগ্য শক্তির পরিমাণ বৃদ্ধি এবং কার্বন নিরপেক্ষতা অর্জনের জন্য আমার মনে হয়, আমাদের উপলব্ধ সমস্ত প্রযুক্তি একত্রিত করতে হবে।

তিনি এএফপিকে বলেন,  পেরোভস্কাইট সৌর প্যানেলগুলো দেশীয়ভাবে তৈরি করা যেতে পারে, কাঁচামাল থেকে উৎপাদন পর্যন্ত ইনস্টলেশন পর্যন্ত। 

বর্তমানে, চীন বিশ্বব্যাপী সৌর সরবরাহ শৃঙ্খলের ৮০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করে। মূল কাঁচামাল উৎপাদন থেকে শুরু করে মডিউল অ্যাসেম্বলিং পর্যন্ত।

প্যানেলগুলো ইতোমধ্যেই বেশ কয়েকটি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হচ্ছে। যার মধ্যে রয়েছে ২০২৮ সালের মধ্যে সম্পন্ন হওয়া ৪৬ তলা টোকিও ভবন।

দক্ষিণ-পশ্চিম শহর ফুকুওকাও জানিয়েছে যে, তারা পেরোভস্কাইট প্যানেল দিয়ে একটি গম্বুজযুক্ত বেসবল স্টেডিয়াম ঢেকে দিতে চায়। আর প্রধান ইলেকট্রনিক্স ব্র্যান্ড প্যানাসনিক জানালার প্যানেলে পেরোভস্কাইট সংহত করার জন্য কাজ করছে।

প্যানাসনিকের পেরোভস্কাইট পিভি ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ইউকিহিরো কানেকো ফার্মের টোকিও অফিসের আশেপাশের কাঁচ ঢাকা উঁচু ভবনের দিকে ইঙ্গিত করে বলেন, যদি এই সমস্ত জানালায় সৌর কোষ সংহত করা হত?

কানেকো আরও বলেন, এটি যেখানে ব্যবহৃত হয় সেখানে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ করে দেবে এবং জাতীয় গ্রিডের ওপর বোঝা কমাবে।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেগাওয়া বিশ্বাস করেন যে ২০৪০ সালের মধ্যে জাপান পেরোভস্কাইট থেকে ৪০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অর্জন করতে পারে। অন্যদিকে এই প্রযুক্তি অন্যত্রও নবায়নযোগ্য জ্বালানি গ্রহণকে ত্বরান্বিত করতে পারে।

সেগাওয়া বলেন, আমাদের এটিকে সিলিকন বা পেরোভস্কাইট হিসেবে ভাবা উচিত নয়। আমাদের পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ব্যবহারের ক্ষমতা কীভাবে সর্বাধিক করা যায়, তা দেখা উচিত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেনীতে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপি’র বৃক্ষরোপণ 
আগামীকাল যাত্রাবাড়ীতে মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত হবে 
জামালপুরে আল-আকাবা সমবায় সমিতির ৪০০ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি
এনডিসিতে টোকিওর নিরাপত্তা কৌশল তুলে ধরলেন জাপানের রাষ্ট্রদূত
ঠাকুরগাঁও সীমান্তে ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
সিরিয়ায় সহিংসতায় ১ লাখ ২৮ হাজারের বেশি লোক বাস্তুচ্যুত : জাতিসংঘ
বাংলাদেশের বোলিং তোপে ১১০ রানে অলআউট পাকিস্তান
জাতীয় সমাবেশে যোগদানকালে ৩ জনের মৃত্যুতে জামায়াতের আমিরের শোক
জুলাই শহীদদের স্মরণে গাজীপুরে বৃক্ষরোপণ
আগামী বছর ফিরে আসছে চ্যাম্পিয়ন্স লিগ টি২০
১০