মিশরে ‘সন্ত্রাসবাদী’ পরিকল্পনা ফাঁস, দুই সন্দেহভাজন জঙ্গি নিহত

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৯:২৮

ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : মিশর কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, দেশটির রাঝধানী কায়রোতে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে এবং এক সাধারণ পথচারীও গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এই অভিযান চলাকালে তারা একটি ‘সন্ত্রাসবাদী’ পরিকল্পনা প্রতিহত করেছে বলে দাবি করা হয়।

কায়রো থেকে এএফপি মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাতে জানায়, হাশম নামক একটি সংগঠন মিশরের অভ্যন্তরে নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থাপনার বিরুদ্ধে শত্রুতামূলক কার্যক্রম পুনরায় শুরু করার পরিকল্পনা করছিল। এটি মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংযুক্ত বলে মনে করা হয়।

নিরাপত্তা বাহিনী কায়রোর ঘনবসতিপূর্ণ বুলাক আল-দাকরুর এলাকায় এক ‘জঙ্গি আস্তানায়’ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুই সন্দেহভাজন নির্বিচারে গুলি চালাতে শুরু করলে তাদের গুলিবিদ্ধ করে হত্যা করা হয়। সেই সময় এক পথচারীও মারা যান।

বিবৃতিতে আরও জানানো হয়, নিহতদের ছাড়াও এ পরিকল্পনার পাঁচ নেতা শনাক্ত করা হয়েছে, যারা ২০১৩ সালে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতা উৎখাতের পর সংঘটিত একাধিক হামলার জন্য অনুপস্থিতিতে আজীবন কারাদণ্ডপ্রাপ্ত।

মুরসির ক্ষমতা হারানোর পর মিশরে মুসলিম ব্রাদারহুডকে অবৈধ ঘোষণা করা হয় এবং এর বহু সদস্য কারাগারে যায়, আর অনেকে তুরস্ক ও কাতারসহ বিভিন্ন দেশে চলে যায়।

হাশম আন্দোলন ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে একাধিক হত্যাচেষ্টা ও বোমা হামলার জন্য দায়ী ছিল, তবে পরবর্তীতে জনসম্মুখ থেকে প্রায় অদৃশ্য হয়ে যায়।

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি ক্ষমতায় আসার পর থেকে শান্তি ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু অধিকাংশ মানবাধিকার সংস্থার মতে এক দশকের বেশি সময় ধরে চলা কঠোর দমননীতি মতপ্রকাশের সুযোগ প্রায় বন্ধ করে দিয়েছে।

মন্ত্রণালয় রোববার জানিয়েছে, নিহত এক সন্দেহভাজন প্রতিবেশী দেশ থেকে উন্নত সামরিক প্রশিক্ষণ নিয়ে অবৈধ সীমানা পেরিয়ে মিশরে ঢুকে হামলা চালাতে চেয়েছিল।

এই বিবৃতির আগে চলতি মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় হাশম সদস্যরা মরুভূমিতে সরাসরি আগ্নেয়াস্ত্র চালনার প্রশিক্ষণ নিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
১০