মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ২৩:৩৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন সরকারের প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার প্রতিবাদে শনিবার দেশটির রাজধানীতে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে।

কুয়ালালামপুর থেকে এএফপি জানায়, বিরোধী রাজনৈতিক দলগুলো এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। 

২০২২ সালের সাধারণ নির্বাচন আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় আসার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশটিতে এই প্রথম বড় ধরনের বিক্ষোভ হলো।

বিক্ষোভকারীরা নগরীর বিভিন্ন স্থান থেকে রাজধানীর কেন্দ্রস্থল মারদেকা (স্বাধীনতা) স্কয়ারে জড়ো হন। এ সময় তাদের হাতে ছিল ‘তুরুন আনোয়ার’ (মালয় ভাষায় ‘সরে দাঁড়াও আনোয়ার’) লেখা প্ল্যাকার্ড ছিল। পুরো সময় পুলিশ সেখানে সতর্ক অবস্থান নেয়।

রাজধানীর কাছে সেলাঙ্গর প্রদেশ থেকে আসা ৩৫ বছর বয়সী প্রকৌশলী ফৌজি মাহমুদ বলেন, তিনি (আনোয়ার) গত তিন বছর ধরে দেশ শাসন করছেন, কিন্তু এখনও তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেননি।

আনোয়ার সম্প্রতি রাশিয়া ও ইউরোপসহ বেশ কিছু দেশ থেকে বিনিয়োগ আনার লক্ষ্যে সফর করেছেন উল্লেখ করে ফৌজি বলেন, তিনি অনেক দেশে গেছেন বিনিয়োগ আনতে, কিন্তু আমরা এখনও তেমন কিছু দেখিনি। 

জীবনযাত্রার খরচ এখনও অনেক বেশি।

আনোয়ার একটি সংস্কারপন্থী ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার এই রাষ্ট্রের জটিল রাজনৈতিক ব্যবস্থায় ঘুষ, স্বজনপ্রীতি ও দলবাজির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এ বিক্ষোভ কর্মসূচির কয়েক দিন আগে প্রধানমন্ত্রী কিছু জনবান্ধব পদক্ষেপ ঘোষণা করেন। এর মধ্যে ছিল সব প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য নগদ অর্থ সহায়তা এবং জ্বালানি তেলের দাম কমানোর প্রতিশ্রুতি।

আনোয়ার বুধবার ঘোষণা দেন, ১৮ বছর বা তার বেশি বয়সী মালয়েশীয়রা এককালীন ১০০ মালয়েশিয়ান রিংগিত (২৩.৭১ মার্কিন ডলার) করে পাবেন। এটি আগামী ৩১ আগস্ট থেকে বিতরণ শুরু হবে।

তিনি আরও জানান, প্রায় ১ কোটি ৮০ লাখ মালয়েশীয় মোটরগাড়ি চালককে ভর্তুকিযুক্ত মাঝারি অকটেনের জ্বালানি ১.৯৯ রিংগিট প্রতি লিটার দামে কেনার সুযোগ দেওয়া হবে। বর্তমানে প্রতি লিটার অকটেনের দাম ২.০৫ রিংগিট।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এসব ঘোষণা জনগণের ক্ষোভ প্রশমন এবং বিক্ষোভে মানুষের অংশগ্রহণ থামাতে সরকারের একটি কৌশলগত উদ্যোগ।

তবে মালয়েশিয়া-ভিত্তিক স্বাধীন জনমত জরিপ প্রতিষ্ঠান মারদেকা সেন্টার ফর ওপিনিয়ন রিসার্চ পরিচালিত এক সাম্প্রতিক জরিপে দেখা যায়, মালয়েশীয় ভোটারদের মধ্যে আনোয়ারের ৫৫ শতাংশ ইতিবাচক গ্রহণযোগ্যতা রয়েছে।

এর পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়, সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক অস্থিরতা প্রশমিত হওয়া এবং মালয়েশিয়ার পক্ষ থেকে এবারের আসিয়ান (দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা) চেয়ারম্যানশিপের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান জোরদার করার চেষ্টা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০