বৈদ্যুতিক গাড়ি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এখন লাভজনক : শাওমি

বাসস
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৩:৪৮

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : চীনের প্রযুক্তি জায়ান্ট শাওমি মঙ্গলবার জানিয়েছে, স্মার্ট বৈদ্যুতিক যানবাহন ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা উদ্ভাবনের জন্য নিবেদিত তাদের ব্যবসায়িক বিভাগটি প্রথমবারের মতো ত্রৈমাসিক মুনাফা অর্জন করেছে।

তবে কোম্পানির সভাপতি লু ওয়েইবিং সতর্ক করে বলেছেন, মেমোরি চিপের দাম বৃদ্ধির কারণে সরবরাহ শৃঙ্খলে যে সংকট সৃষ্টি হয়েছে, তা আগামী বছর স্মার্টফোন বাজারে প্রভাব ফেলবে।

চীনের এই প্রযুক্তি প্রতিষ্ঠান গত বছর তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি মডেল বাজারে ছাড়ে। 

প্রতিষ্ঠানটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন, ট্যাবলেট ও হোম অ্যাপ্লায়েন্সের জন্য পরিচিত। সম্প্রতি এটি বৈদ্যুতিক গাড়ি (ইভি) বাজারে প্রবেশ করেছে। 

এছাড়া, শাওমি এপ্রিলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সরঞ্জাম উন্নয়নের প্রতিযোগিতায় অংশ নেয় এবং তাদের নিজস্ব জেনারেটিভ মডেল প্রকাশ করে।

শাওমির বক্তব্য অনুযায়ী, ‘২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে আমাদের স্মার্ট ইভি, এআই ও অন্যান্য নতুন উদ্যোগ বিভাগ একক প্রান্তিকে প্রথমবারের মতো অপারেশন থেকে ইতিবাচক আয় অর্জন করেছে। আয় ছিল ৭০০ মিলিয়ন ইউয়ান (প্রায় ৯৮ মিলিয়ন মার্কিন ডলার)।’

এই সাফল্য শাওমির প্রযুক্তি ও বৈচিত্র্যময় উদ্যোগ প্রতিষ্ঠানটির প্রতি বাজারের আস্থাকে আরও দৃঢ় করছে।

স্মার্টফোন, ট্যাবলেট ও গৃহস্থালী যন্ত্রপাতিসহ বিস্তৃত সাশ্রয়ী মূল্যের পণ্যের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত শাওমি।

কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, এই খাত থেকে রাজস্ব রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে, যেখানে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মোট রাজস্ব ১১৩ দশমিক ১ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি।

সামঞ্জস্যপূর্ণ নিট মুনাফা বছরে ৮১ শতাংশ বেড়ে ১১ দশমিক ৩ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে।

তবে আশাব্যঞ্জক এই ত্রৈমাসিক ফলাফল সত্ত্বেও, গত ছয় মাসে শাওমির শেয়ারের দাম ২০ শতাংশেরও বেশি কমেছে।

বিশ্লেষকরা বলছেন, কোম্পানির জন্য প্রতিকূলতার মধ্যে রয়েছে এআই প্রযুক্তির চাহিদা, স্মার্টফোন ও অন্যান্য গৃহস্থালী প্রযুক্তিতে ব্যবহৃত মেমোরি চিপের দাম বাড়িয়ে দেওয়া।

শাওমির প্রেসিডেন্ট লু ওয়েইবিং মঙ্গলবার এই বিষয়ে বলেন, ‘আমি বিশ্বাস করি, চাপটি এই বছরের তুলনায় অনেক বেশি হবে।’

তিনি আরো বলেন, ‘সামগ্রিকভাবে, আমি মনে করি, পণ্যের খুচরা মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টিআরসিদের দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান কেএমপি কমিশনারের
বরিশালে নতুন কমিশনার ও ডিসির সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়
সাবেক ভূমিমন্ত্রী ও পরিবারের সাড়ে ৪ কোটি শেয়ার অবরুদ্ধ সিআইডির
কাপ্তাইয়ে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক সভা
ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা
মোমিনুল-মুশফিকের ব্যাটে দ্বিতীয় সেশন বাংলাদেশের
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৭
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে নতুন ডিসির মতবিনিময়
ভূমি অধিগ্রহণে জনদুর্ভোগ লাঘবের ওপর জোর দিতে বললেন ভূমি উপদেষ্টা
১০