বাসস
  ২৭ জুলাই ২০২৩, ১২:২৪

শস্য রপ্তানিতে বাধসাজায় পুতিনকে ঠেকাতে আফ্রিকান নেতাদের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

ওয়েলিংটন, ২৭ জুলাই, ২০২৩ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়া আফ্রিকান নেতাদের চাপ দিয়েছেন। খাদ্য সংকটের ব্যাপারে জবাবদিহিতার দাবিতে তিনি এমন চাপ দেন। আর এই শস্য রপ্তানি সংকট বিশ্বের গরীব দেশগুলোকে খাদ্য সংকটের দিকে ঠেলে দিয়েছে। খবর এএফপি’র।
পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গে রাশিয়া-আফ্রিকা বৈঠকের প্রাক্কালে বক্তব্য দেওয়ার সময় ব্লিঙ্কেন জোরদিয়ে বলেন, আফ্রিকান নেতারা জানেন যে, ইউক্রেনে পুতিনের যুদ্ধের কারণেই খাদ্য সামগ্রির দাম বৃদ্ধি পাচ্ছে এবং শস্য ও সারের ঘাটতির মুখে পড়তে হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ বেশ কয়েকজন আফ্রিকান নেতা কনস্টান্টিনোভস্কি প্রাসাদ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।