লিগ্যাল এইড-এ এডিআর সেবা পেয়েছেন ২,৮৩,৪০৫ জন অসচ্ছল বিচারপ্রার্থী

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ২০:২৭

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস) : ২০০৯ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে ২ লাখ ৮৩ হাজার ৪০৫ জন অসচ্ছল বিচারপ্রার্থী আইনি সহায়তা পেয়েছেন।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। এতে বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সরকারি খরচে লিগ্যাল এইড এ বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) সেবা দেয়া হয়েছে। এ সেবায় ১ লাখ ৬৪ হাজার ৪৮২ মামলায় এডিআর জন্য উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে ১ লাখ ৪৮ হাজার ২২৭ মামলা নিষ্পত্তি হয়েছে। এডিআর-এর মাধ্যমে নিস্পত্তিকৃত মামলায় উপকারভোগী ২ লাখ ৮৩ হাজার ৪০৫ জন অসচ্ছল বিচারপ্রার্থী।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে আইনি সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়। সরকার ২০১৩ সালের ২৮ এপ্রিল তারিখকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ ঘোষণা করেন। সকল মানুষের জন্য বিচার অধিকার প্রতিষ্ঠায় সরকারের আইনগত সহায়তা কার্যক্রম প্রচারের মাধ্যমে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই দিবসটি প্রতিবছর পালন করা হয়। এবার ১৩তম বার দিবসটি সারাদেশে পালিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্যাসিবাদের প্রথম মঞ্চায়ন ২০০৬ সালের ২৮ অক্টোবর : রিজভী
এআই ও গিগা প্রকল্পে বিনিয়োগের লক্ষে বিশ্বের ব্যবসায়ী নেতাদের সম্মেলন করছে সৌদি আরব
জীববৈচিত্র্যের ক্ষতি করে আধুনিকীকরণ বা উন্নয়ন করা উচিত নয় : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
কেউ এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না : নাহিদ ইসলাম
বান্দরবানের ঘুমধুম সীমান্তে বিজিবি’র অভিযানে ৪ লাখ পিস ইয়াবা জব্দ 
নীলফামারীতে বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ‘ড্র’ ২ নভেম্বর
কালামের সেঞ্চুরিতে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশ যুব দলের
আফগানিস্তানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন তুর্কমেনিস্তান
২৮ অক্টোবর হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করার দাবি জামায়াত নেতাদের
১০