লিগ্যাল এইড-এ এডিআর সেবা পেয়েছেন ২,৮৩,৪০৫ জন অসচ্ছল বিচারপ্রার্থী

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ২০:২৭

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস) : ২০০৯ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে ২ লাখ ৮৩ হাজার ৪০৫ জন অসচ্ছল বিচারপ্রার্থী আইনি সহায়তা পেয়েছেন।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। এতে বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সরকারি খরচে লিগ্যাল এইড এ বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) সেবা দেয়া হয়েছে। এ সেবায় ১ লাখ ৬৪ হাজার ৪৮২ মামলায় এডিআর জন্য উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে ১ লাখ ৪৮ হাজার ২২৭ মামলা নিষ্পত্তি হয়েছে। এডিআর-এর মাধ্যমে নিস্পত্তিকৃত মামলায় উপকারভোগী ২ লাখ ৮৩ হাজার ৪০৫ জন অসচ্ছল বিচারপ্রার্থী।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে আইনি সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়। সরকার ২০১৩ সালের ২৮ এপ্রিল তারিখকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ ঘোষণা করেন। সকল মানুষের জন্য বিচার অধিকার প্রতিষ্ঠায় সরকারের আইনগত সহায়তা কার্যক্রম প্রচারের মাধ্যমে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই দিবসটি প্রতিবছর পালন করা হয়। এবার ১৩তম বার দিবসটি সারাদেশে পালিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০