ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৮:৫৪

ফরিদপুর, ৩১ জুলাই ২০২৫ (বাসস): ফরিদপুরে ইজিবাইকচালক শওকত মোল্যা (২০) হত্যা মামলার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ মামলার আরেক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মাকসুদুর রহমান রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন- মো. মেহেদী আবু কাওসার (২৫), মো. জনি মোল্লা (৩০), রাসেল শেখ (২৫), রাজেস রবি দাস (২৯) ও মো. রবিন মোল্লা ওরফে ভিকি (২৫)। এর মধ্যে রাসেল পলাতক রয়েছেন। রায় শেষে অন্য আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

আর রাজবাড়ীর মজলিসপুর এলাকার বাদশা শেখকে (৩১) ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। 
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ নভেম্বর বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন শওকত মোল্যা। এরপর তিনি নিখোঁজ হলে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরদিন সকাল ৭টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্যাবাড়ী সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আয়নাল শেখ ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী জাহিদ হাসান (খোকন) জানান, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশে চালককে হত্যার অভিযোগে করা মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

তিনি বলেন, পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। রায়ে আমরা সন্তুষ্ট। 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
ওমানকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের
রাজবাড়ীর গোয়ালন্দে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
নেত্রকোণা খালিয়াজুরীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কা, নিখোঁজ ৪
দাকোপে লজিক প্রকল্পের পানি শোধনাগার পরিদর্শন করলেন ইইউ রাষ্ট্রদূত
ফারহান ফাইয়াজের মতো শহীদদের স্মরণে নতুন করে দেশ গড়ব : শারমীন এস মুরশিদ
বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না : ড. মঈন খান
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক সৌমিতা
ওমানের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান
১০