বার কাউন্সিলের রিভিউ প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল লইয়ার্স এলায়েন্স

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ২০:৪৪ আপডেট: : ২০ নভেম্বর ২০২৫, ২১:১০

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : নিম্ন আদালতে আইনজীবীদের লাইসেন্স প্রদানে বাংলাদেশ বার কাউন্সিলের রিভিউ প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়েছে এনসিপি সমর্থিত ন্যাশনাল লইয়ার্স এলায়েন্স।

বার কাউন্সিলের রিভিউ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে আজ বৃহস্পতিবার প্রতিবাদ কর্মসূচি পালন করেন এনসিপি সমর্থিত ন্যাশনাল লইয়ার্স এলায়েন্স।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এস এম আজমল হোসেন বাচ্চু, সঞ্চালনা  করেন অ্যাডভোকেট এরশাদুল বারী খন্দকার।  

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোস্তফা আজগর শরিফি, লাবাবুল বাশার, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুস সাকিব, যুগ্ম মুখ্য সংগঠক জাবেদ আরাফাত প্রমুখ। 

প্রতিবাদ সমাবেশে অ্যাডভোকেট এস এম আজমল হোসেন বার কাউন্সিলের অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে অবিলম্বে বার কাউন্সিলের এড-হক কমিটি বাতিল করে নির্বাচন দেয়ার দাবী জানান।

অ্যাডভোকেট নাজমুস সাকিব বলেন, ‘সংবিধিবদ্ধ সংস্থা বার কাউন্সিল রিভিউ প্রক্রিয়ার নামে দেদারসে আইনজীবীদের লাইসেন্স দিচ্ছে। এতে বিচার বিভাগের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এ দুর্নীতির অন্যতম কারণ হচ্ছে বার কাউন্সিল সহ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এবং প্রত্যেকটা বার এসোসিয়েশন জবরদখল করা হয়েছে। অবিলম্বে সেখানে নির্বাচন দিতে হবে।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে এডিপি বাস্তবায়ন সামান্য বৃদ্ধি
অক্টোবর মাসে ডিএমপির সেরা হলেন যারা
বাংলাদেশে প্রথম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন
ইসলামী আইন চালু হলে সকল ধর্মের মানুষ সুখে-শান্তিতে থাকবে : মিয়া গোলাম পরওয়ার
ভিসা জালিয়াতি প্রতিরোধে অস্ট্রেলিয়া ও অংশীদারদের যৌথ উদ্যোগ
জনগণের আস্থা পুনরুদ্ধারে আরও বলিষ্ঠ ও স্বচ্ছ ভূমিকা রাখার আহ্বান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের
সাবেক এমপি আশেক উল্লাহ রফিকের বিরুদ্ধে দুদকের মামলা
দুর্যোগ ঝুঁকি হ্রাসে মোবাইল অপটিমাইজড ওয়েবসাইট উদ্বোধন
১০