মিরপুরে যুবদল নেতা হত্যা : সোহেল-সুজন রিমান্ডে

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৭:৩৩ আপডেট: : ২০ নভেম্বর ২০২৫, ১৮:৩৮

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : ‎‎‎ ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎রাজধানীর মিরপুরে দোকানে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে (৪৭) গুলি করে হত্যার অভিযোগে করা

মামলায় গ্রেফতার সোহেল ওরফে পাতা সোহেল ও সুজন ওরফে বুকপোড়া সুজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাদের জামিন আবেদন নামঞ্জুর করে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৯ নভেম্বর গাজীপুরের  টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকা থেকে তাদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে মিরপুর ১২ নম্বর সেকশনের সি ব্লকে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে (৪৭) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৮ নভেম্বর নিহত গোলাম কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দিনা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজহারনামীয় আসামি করা হয় পাঁচজনকে। এছাড়া অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করা হয়। এজহারনামীয় আসামিরা হলেন-জনি ভুইয়া, সোহেল, সোহাগ, মাসুম ও রোকন।

মামলার আসামি জনিকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। মামলার এজাহারে বলা হয়েছে, পূর্বপরিকল্পিত ভাবে আসামিরা গোলাম কিবরিয়াকে হত্যা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩০ নভেম্বর বিপিএল নিলাম
শততম টেস্টের সেঞ্চুরি দাদা-দাদী, নানা-নানীকে উৎসর্গ করলেন মুশফিক
হাসিনা, কামালকে ফেরাতে আইসিসিতে যাওয়ার কথা ভাবছে সরকার : আসিফ নজরুল
দিনাজপুর হাবিপ্রবিতে দ্বিতীয় সমাবর্তন আগামী ২২ নভেম্বর
বেরোবির প্রথম সমাবর্তন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন
টানা তৃতীয় জয়ে সেমিফাইনালের পথে ভারত
ঢাবি ক্যারিয়ার ফেস্ট ও গবেষণা মেলা ১৪ জানুয়ারি 
তারেক রহমানের জন্মদিনে শেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প
৫২ বছরের ইতিহাসে প্রথম ডিফেন্ডার হিসেবে আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন হাকিমি
চট্টগ্রামে তৈরি ৩ ল্যান্ডিং ক্রাফট যাচ্ছে আরব আমিরাতে
১০