দিনাজপুর হাবিপ্রবিতে দ্বিতীয় সমাবর্তন আগামী ২২ নভেম্বর

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৮:৪৭

দিনাজপুর, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস): দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দিনাজপুর হাবিপ্রবি’র জনসংযোগ বিভাগের পরিচালক মো খাদেমুল ইসলাম জানান, দীর্ঘ ১৫ বছর পর উত্তরের জনপদে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান হতে যাচ্ছে।

তিনি আরো বলেন, সমাবর্তন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত কয়েক দিন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশে বিরাজ করছে এবং সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন দ্রুত এগিয়ে যাচ্ছে। এর মধ্যেই বিশ্ববিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ আলোকসজ্জা ও মনোরম পরিবেশে সজ্জিত করা হয়েছে।

হাবিপ্রবি'র ভিসি অধ্যাপক ড মো: এনামউল্ল্যা বলেন, আমি খুবই আনন্দিত আমার শিক্ষকতা জীবনে এই বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে দায়িত্ব পালনকালে হাবিপ্রবি দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বার কাউন্সিলের রিভিউ প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল লইয়ার্স এলায়েন্স
চট্টগ্রামে ফ্লাইওভারের রেলিং ভেঙে প্রাইভেটকার রাস্তায়, পথচারী নিহত
সংসদ নির্বাচন : ইসির আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন পরিকল্পনা সভা ২৭ নভেম্বর
মেজর সিনহা হত্যায় হাইকোর্টে আসামিদের দণ্ড বহালের রায় প্রকাশ
প্লে—অফ ম্যাচে ইতালির প্রতিপক্ষ নর্দান আয়ারল্যান্ড
মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কোরআন বিতরণ 
ক্রীড়াঙ্গনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় : টুকু
ঢাবিতে বিশ্ব দর্শন দিবস উদযাপন
১০