টানা তৃতীয় জয়ে সেমিফাইনালের পথে ভারত

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৮:৪৪
ছবি : বাসস

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার নারী কাবাডি বিশ্বকাপে জার্মানির বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে ভারত। ২০১২ সালের প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়নরা জিতেছে ৬৩-২২ পয়েন্টে।

এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল ভারত। এই জয়ে সেমিফাইনালের পথটাও প্রশস্ত হল বিশ্ব কাবাডির পরাশক্তিদের। থাইল্যান্ডকে ৬৫-২০ পয়েন্টে হারিয়ে প্রতিযোগিতা শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারত ৪৩-১৮ পয়েন্টে জিতেছিল বাংলাদেশের বিপক্ষে।

শেষ গ্রুপ ম্যাচে উগান্ডার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশের কাছে ৫৭-২৭ পয়েন্টে হেরে বিশ্বকাপ শুরু করা জার্মানি টানা দুই ম্যাচ হারল।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা জার্মানিকে শুরু থেকেই চেপে ধরে ভারত। তিনবার প্রতিপক্ষকে অলআউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদেও করে নেয় ঋতু-সাক্ষী শার্মারা। ৩৫-৯ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।

দ্বিতীয়ার্ধেও ভারতের কাছে পাত্তা পায়নি জার্মানি। শারীরিক শক্তি ও টেকনিক- সব দিক থেকেই পিছিয়ে থাকা জার্মানরা এ অর্ধে তিন মিনিটের মধ্যে অলআউট হয়। ভারত তখন এগিয়ে ৪৬-১২ পয়েন্টে। এরপর জার্মানিকে আরও একবার অলআউট করে বড় জয়ের পথে ছুটতে থাকে দক্ষিণ এশিয়ান গেমসের চারবারের স্বর্ণজয়ীরা। শেষ পর্যন্ত ভারত ম্যাচ জিতে নেয় ৪১ পয়েন্টের ব্যবধানে (৬৩-২২)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে ফ্লাইওভারের রেলিং ভেঙে প্রাইভেটকার রাস্তায়, পথচারী নিহত
সংসদ নির্বাচন : ইসির আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন পরিকল্পনা সভা ২৭ নভেম্বর
মেজর সিনহা হত্যায় হাইকোর্টে আসামিদের দণ্ড বহালের রায় প্রকাশ
প্লে—অফ ম্যাচে ইতালির প্রতিপক্ষ নর্দান আয়ারল্যান্ড
মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কোরআন বিতরণ 
ক্রীড়াঙ্গনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় : টুকু
ঢাবিতে বিশ্ব দর্শন দিবস উদযাপন
মামুন হত্যা : ২ শ্যুটারসহ ৪ জন কারাগারে
১০