তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, জনগণের বিজয়: খেলাফত মজলিস

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৭:৪৭

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস): সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায়ে সন্তোষ প্রকাশ করেছে খেলাফত মজলিশ। 

আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিশের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের একথা জানান। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিগত ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাতিল ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর প্রেক্ষিতে দলীয় সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে একদলীয় আওয়ামী ফ্যাসিবাদী শাসন প্রলম্বিত হয়। বিরোধী রাজনৈতিক দল ও ভিন্নমতের বিরুদ্ধে শুরু হয় নিষ্ঠুর দমন-পীড়ন। বিগত ১৬ বছর গণহত্যা, গুম, অপহরণ, নির্যাতন, নিপীড়নের স্টিমরোলার চালিয়ে বাক্‌স্বাধীনতা রুদ্ধ করা হয়। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জননিরাপত্তা হুমকির সম্মুখীন করে ফেলা হয়। 

তারা বলেন, আজকে প্রধান বিচারপতির নেতৃত্বে উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চ তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের পক্ষে যে রায় দিয়েছেন তাতে দেশবাসী আনন্দিত। এতে জনগণের বিজয় অর্জিত হয়েছে। আজকের দিনটি ঐতিহাসিক। এই রায় চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে। বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনকালীন সন্ত্রাস-সহিংসতা প্রতিরোধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া এই মুহূর্তে বিকল্প পথ নেই। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরে সাংবাদিকদের সঙ্গে নয়া ডিসির মতবিনিময়
কেনিয়াকে হারিয়ে জয়ে ফিরল নেপাল
৩০ নভেম্বর বিপিএল নিলাম
শততম টেস্টের সেঞ্চুরি দাদা-দাদী, নানা-নানীকে উৎসর্গ করলেন মুশফিক
রাউজানে যৌথ অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৫
হাসিনা, কামালকে ফেরাতে আইসিসিতে যাওয়ার কথা ভাবছে সরকার : আসিফ নজরুল
দিনাজপুর হাবিপ্রবিতে দ্বিতীয় সমাবর্তন আগামী ২২ নভেম্বর
বেরোবির প্রথম সমাবর্তন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন
টানা তৃতীয় জয়ে সেমিফাইনালের পথে ভারত
ঢাবি ক্যারিয়ার ফেস্ট ও গবেষণা মেলা ১৪ জানুয়ারি 
১০