রাউজানে যৌথ অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৫

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৯:০৪

চট্টগ্রাম, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম জেলার রাউজান থানার বিভিন্ন এলাকায় জেলা পুলিশ, র‌্যাব-৭, নৌ-পুলিশ ও ৯ এপিবিএন-এর চলমান যৌথ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এ তথ্য জানান। 

তিনি বলেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অংশ হিসেবে গতকাল বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রাউজান থানার নোয়াপাড়া, বাগোয়ান, পূর্ব ও পশ্চিম গুজরা, সুলতানপুর, কদলপুর, রাউজান ইউনিয়ন পরিষদ ও পৌরসভা এলাকায় তল্লাশি চালানো হয়। একই সময়ে ১৭টি স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি করা হয়।

অভিযানে ৮টি এলজি, ৬ রাউন্ড কার্তুজ, ১৪টি ছোরা, ৩টি রামদা, ২টি চাপাতি, ২টি তলোয়ার, ১টি কিরিচ ও ১টি ইলেকট্রিক কাটার উদ্ধার হয়েছে। চেকপোস্টে ২৮টি মোটরসাইকেল ও ১টি ট্রাক আটক করা হয় এবং মোটরযান আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন অপরাধে আরো ৫ জনকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৭ এর অভিযানে উদ্ধার করা হয় ৩টি এলজি, ২টি তলোয়ার ও ১টি কিরিচ।

তিনি বলেন, রাউজানের আলোচিত ব্যবসায়ী হাকিম হত্যা মামলায় ইতোমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে ২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই মামলায় উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ১টি চায়না রাইফেল, ১টি শর্টগান, ২টি এলজি, ৮৫ রাউন্ড গুলি, ৭টি ম্যাগাজিন, ২টি রামদা, ৫টি ছুরি ও একটি মোটরসাইকেল।

পুলিশ সুপার জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রাম জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার অভিযানে উদ্ধার করা হয়েছে ৫৭৭টি আগ্নেয়াস্ত্র, ৪৬২টি গুলি ও ২০৬ রাউন্ড কার্তুজ। অস্ত্র আইনে মামলা হয়েছে ৯৬টি এবং গ্রেফতার করা হয়েছে ১৪০ জনকে। এছাড়াও চলতি নভেম্বর মাসে রাউজান থানা এলাকায় অস্ত্র আইনে দায়ের হয়েছে ১০টি মামলা। গ্রেফতার করা হয়েছে ৮ জনকে এবং উদ্ধার করা হয়েছে ২৪টি আগ্নেয়াস্ত্র, ৮৫ রাউন্ড গুলি ও ৩২টি কার্তুজ।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন প্রধান উপদেষ্টা
৪ ডিসেম্বর বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’
বার কাউন্সিলের রিভিউ প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল লইয়ার্স এলায়েন্স
চট্টগ্রামে ফ্লাইওভারের রেলিং ভেঙে প্রাইভেটকার রাস্তায়, পথচারী নিহত
সংসদ নির্বাচন : ইসির আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন পরিকল্পনা সভা ২৭ নভেম্বর
মেজর সিনহা হত্যায় হাইকোর্টে আসামিদের দণ্ড বহালের রায় প্রকাশ
প্লে—অফ ম্যাচে ইতালির প্রতিপক্ষ নর্দান আয়ারল্যান্ড
মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কোরআন বিতরণ 
১০