নির্বাচনের আগেই ধান চাল সংগ্রহ শেষ করতে চায় সরকার : খাদ্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৬:২৭
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ফাইল ছবি

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনের আগেই সারাদেশে ধান চাল সংগ্রহ অভিযান শেষ করতে চায় সরকার।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি বছরের ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা রয়েছে। সরকারের হাতে সর্বোচ্চ পর্যাপ্ত মজুদ রয়েছে। বর্তমান সরকার এই ধারাবাহিকতা অব্যাহত রেখে যেতে চায়।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত মজুদ গড়ে তুলেছিল, এজন্যই ধান চালের দাম সহনীয় পর্যায়ে আছে।

আলী ইমাম মজুমদার, আমন সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে। চলবে ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত। এবার সারা দেশে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৭ লাখ টন। এর মধ্যে ৫০ হাজার টন ধান, ৫০ হাজার টন আতপ চাল ও ৬ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। অর্থাৎ সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে।

তিনি বলেন, সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৯ টাকা, প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, প্রতি কেজি আতপ চাল ৪৯ টাকা দরে কেনা হবে।

উপদেষ্টা বলেন, আগে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হতো এখন থেকে সেটা বাড়িয়া ৫৫ লাখ এ করা হয়েছে। আগে যেখানে ৫ মাস পেতো এখন সেটা ৬ মাস করা হয়েছে। এ কর্মসূচি অব্যাহত রাখা হবে। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কমিটেড।

খাদ্য উপদেষ্টা বলেন, পরবর্তী সরকার যখন দায়িত্ব নেবে তখন খাদ্য মজুদ অনেক বেশি পরিমাণে থাকবে বলে আশা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে গাছের সঙ্গে ইজিবাইকের ধাক্কায় যুবক নিহত
খুলনায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
নাটোরে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে জেলা বিএনপি’র মতবিনিময়
ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই : আসিফ আকবর
খুলনায় ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে কেএমপির অভিযান
সিরিয়ার বাফার জোনে ইসরাইলি সেনাদের সঙ্গে দেখা করলেন নেতানিয়াহু
তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, জনগণের বিজয়: খেলাফত মজলিস
নারীর প্রতি ডিজিটাল নিপীড়ন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে: ডাকসু 
সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা 
১০