
নাটোর, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : নাটোরে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে জেলা বিএনপির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক উপমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সভায় সাবেক উপমন্ত্রী দুলু বলেন, তত্ত্বাাবধায়ক সরকার বিল পাস একটি কাঙ্ক্ষিত বিজয়। আওয়ামী লীগ অবৈধভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক বিল বাতিল করেছিল। আদালত তত্ত্বাবধায়ক বিল আবার পাস করেছে। এটি একটি বিজয়। এ বিজয় বিএনপির নয়, এ বিজয় বাংলাদেশের সাধারণ মানুষের। বিএনপি সাধারণ মানুষের জন্যে রাজনীতি করে। তাই জনগণের এই বিজয়কে সমুন্নত রাখতে আমরা কাজ করে যাবো।
জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।