সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা 

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৭:৩৯
আজ সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা । ছবি : বাসস

সাতক্ষীরা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : ১৯৭১ সালের এই দিনে (২০ নভেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জ, শ্যামনগর ও দেবহাটা অঞ্চল মুক্ত হয়। আর এই মুক্ত দিবস উপলক্ষে আজ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা মাঠে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও সকল শহিদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। 

মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বীর মুক্তিযোদ্ধা ডা. মো. শাহ জাহান।

৯নং সেক্টরের সহ-অধিনায়ক ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এম নুরুল হুদা’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ৯নং সেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অব. মেজর মো. আহসান উল্যাহ, বীর মুক্তিযোদ্ধা কর্নেল এম.এস.একে আজাদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য এবং খুলনা বিভাগীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ হিল সাফি, মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. রাজীব ও কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন, শিক্ষক ও সাংবাদিক এসএম শহীদুল ইসলাম।

বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মর্যাদা সমুন্নত রাখার উদ্যোগ নেয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুক্তিযোদ্ধারা।

এ সময় একাত্তরের অগ্নিঝরা দিনগুলোর স্মৃতিচারণ, শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মিলনমেলায় পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩০ নভেম্বর বিপিএল নিলাম
শততম টেস্টের সেঞ্চুরি দাদা-দাদী, নানা-নানীকে উৎসর্গ করলেন মুশফিক
হাসিনা, কামালকে ফেরাতে আইসিসিতে যাওয়ার কথা ভাবছে সরকার : আসিফ নজরুল
দিনাজপুর হাবিপ্রবিতে দ্বিতীয় সমাবর্তন আগামী ২২ নভেম্বর
বেরোবির প্রথম সমাবর্তন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন
টানা তৃতীয় জয়ে সেমিফাইনালের পথে ভারত
ঢাবি ক্যারিয়ার ফেস্ট ও গবেষণা মেলা ১৪ জানুয়ারি 
তারেক রহমানের জন্মদিনে শেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প
৫২ বছরের ইতিহাসে প্রথম ডিফেন্ডার হিসেবে আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন হাকিমি
চট্টগ্রামে তৈরি ৩ ল্যান্ডিং ক্রাফট যাচ্ছে আরব আমিরাতে
১০